ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১১ সেপ্টেম্বর ২০২৪ ২৭ ভাদ্র ১৪৩১
গাজীপুরের গাছা থানার ওসি প্রত্যাহারের দাবি
ফাহিম ফরহাদ, গাজীপুর
প্রকাশ: Thursday, 5 September, 2024, 8:18 PM

গাজীপুরের গাছা থানার ওসি প্রত্যাহারের দাবি

গাজীপুরের গাছা থানার ওসি প্রত্যাহারের দাবি

ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামীলীগ সরকারের ক্ষমতাচ্যুতির এক মাস পূর্তি উপলক্ষে বৃহস্পতিবার (৫সেপ্টেম্বর) সারাদেশে কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্রজনতা। আন্দোলন চলাকালীন বাংলা ব্লকেট, মার্চ ফর জাস্টিস, অসহযোগ আন্দোলন, কমপ্লিট শাটডাউন এর মতো কর্মসূচীর কারনে গত ৫ আগষ্ট শেখ হাসিনার সরকার পতনের এক মাস পর শহীদদের স্বরণে দেশব্যাপি পালিত হয়েছে 'শহীদি মার্চ'।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের ঘোষিত কর্মসূচী মোতাবেক গাজীপুরেও পালিত হয়েছে এ দিনটি। এ উপলক্ষে বৃহস্পতিবার (৫সেপ্টেম্বর) সকালে গাছা থানার বিভিন্ন এলাকা হতে পদযাত্রা করে থানার সামনে মানববন্ধন কর্মসূচী পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্রজনতা। ছাত্র ও যুব সমাজের কর্মসূচীতে একাত্ততা প্রকাশ করে সকল পেশাজীবীরাও এতে অংশ নেন।

মানববন্ধনে স্বৈরাচার শেখ হাসিনার সরকার পতন আন্দোলনে নিহত শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং ছাত্র জনতার ওপর গুলির নির্দেশদাতা হিসেবে গাছা থানার ওসি জিয়াউল ইসলামের প্রত্যাহার ও এ ঘটনার সাথে জড়িত সকলকে আইনের আওতায় আনার দাবি জানানো হয়।

মানববন্ধন অনুষ্ঠানে আন্দোলনকারীরা বলেন, ফ্যাসিষ্ট আওয়ামী সরকারের আমলে নিয়োগ প্রাপ্ত ওসি জিয়াউল ইসলাম আওয়ামী লীগ এবং বিভিন্ন দুষ্কৃতীকারীদের সাথে হাত মিলিয়ে চাঁদাবাজি ও গার্মেন্টসের ঝুট ব্যাবসার ভাগ পেয়ে আসছে। এবং বিভিন্ন হামলার সুষ্ঠু বিচার না পাওয়া সহ ছাত্র জনতার উপর গুলির নির্দেশদাতা ওসি জিয়াউল ইসলামের অবিলম্বে অপসারণ দাবি করেন বক্তারা।

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status