কুড়িগ্রামের ত্রিমোহনীতে ট্রাক চাপায় ১ মোটর সাইকেল আরোহী নিহত
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
|
দুপুরে দিকে কুড়িগ্রামের ত্রিমোহনীতে ট্রাক চাপায় এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। জানা যায় নিহত মোটর সাইকেল আরোহী জেলা সদর হলোখানা ইউনিয়নের মাষ্টারের হাট বারোঘড়িয়া গ্রামের মৃত: বদিউজ্জামান ডাক্তারের পুত্র। ঘটনার পরপরেই পুলিশ উপস্থিত হয়ে মরহুমের লাশ পোস্টমর্টেমের জন্য হাসপাতালে পাঠায়। |
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |