নোবিপ্রবি'তে চলমান রাজনৈতিক সংকট নিয়ে সংবাদ সম্মেলন
আজিজ আহমেদ, নোয়াখালী
প্রকাশ: Thursday, 5 September, 2024, 5:30 PM
নোবিপ্রবি'তে চলমান রাজনৈতিক সংকট নিয়ে সংবাদ সম্মেলন
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) চলমান রাজনৈতিক সংকট নিয়ে সংবাদ সম্মেলন করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নোবিপ্রবি শাখা।
বৃহস্পতিবার দুপুরে নোয়াখালী জেলা শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নোবিপ্রবি শাখার সাবেক সভাপতি এস.এম রাসেল।
এসময় সংগঠনের নোবিপ্রবি শাখার সভাপতি খলিল মাহমুদ, সাধারণ সম্পাদক মাহাফুজার রহমান, সংগঠনের নোয়াখালী সরকারি কলেজ শাখার সভাপতি মো.আজিজ'সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে দাবি করা হয়, নোবিপ্রবিতে ছাত্র ঐক্য সংসদ নামের একটি অবৈধ সংগঠন ছাত্রলীগের রাজনীতিকে পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে এবং ইসলামপন্থী সংগঠন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশকে নিষিদ্ধের অপচেষ্টার দাঁতভাঙ্গা জবাব দেওয়ার ঘোষণা দেয়া হয়।