নিউজিল্যান্ডে রেকর্ড সংখ্যক তরুণ-তরুণীর দেশ ছাড়ার নেপথ্যে যেসব কারণ
নতুন সময় ডেস্ক
|
জেসিকা চোং নামের এক তরুণী নিউজিল্যান্ডের অকল্যান্ডে তার এবং তার সঙ্গীর জন্মদিন উদযাপনের জন্য সম্প্রতি পার্টির আমন্ত্রণপত্র পাঠাতে শুরু করেছিলেন। তবে তিনি বুঝতে পেরেছিলেন যে তাদের খুব কাছের বন্ধুদের মধ্যে অনেকে এতে যোগ দিতে ব্যর্থ হবেন। গত কয়েক মাসে তাদের অনেকেই বিদেশে চলে গেছেন। এতে দেশটিতে এখন পরস্পর পরিচিত মানুষের সংখ্যাও কমে যাচ্ছে। জেসিকার এমন অভিজ্ঞতা দেশটিতে চলতে থাকা নেতিবাচক প্রবণতাকেই প্রতিফলিত করছে। |
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |