ইসি ভবনের সামনেই নির্বাচন কমিশনারদের ধাওয়া, জুতা নিক্ষেপ
নতুন সময় প্রতিবেদক
|
পদত্যাগ করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালসহ পাঁচ কমিশনার। পদত্যাগের পর নির্বাচন ভবন ছাড়ার সময় কমিশনারদের ধাওয়া দিয়েছেন বিক্ষুব্ধ জনতা। এ সময় দুই নির্বাচন কমিশনারের গাড়িতে জুতা নিক্ষেপও করেন তারা। |
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |