গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ , আহত ৫
নতুন সময় প্রতিবেদক
|
গাজীপুরে চাকরির দাবিতে বেশ কয়েকটি স্থানে পোশাক শ্রমিকরা বিক্ষোভ করেছে। বিক্ষোভ নিয়ন্ত্রণে ইটপাটকেলের আঘাতে পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শী ও শিল্প পুলিশ জানায়, বিভিন্ন পোশাক কারখানায় নারী শ্রমিকদের পাশাপাশি সমঅধিকারের ভিত্তিতে পুরুষ শ্রমিক নিয়োগের দাবিতে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করে। খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশ, থানা পুলিশ ও সেনা সদস্যরা সেখানে গিয়ে শ্রমিকদের থেকে সরিয়ে দেয়। আন্দোলনরত শ্রমিকরা বলছেন, তারা কারখানায় চাকরি করলেও ‘তুচ্ছ কারণে’ তাদের চাকরিচ্যুত করা হয়। চাকরি না পেয়ে তারা বেকার জীবনযাপন করছেন। তাই চাকরির দাবিতে তারা এই বিক্ষোভ করে যাচ্ছেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান হোসেন জানান, মঙ্গলবার সকালে নগরীর ভোগড়া বাইপাস, ছয়দানা, হাজির পুকুর, মালেকের বাড়ি, সাইনবোর্ড এলাকায় ‘ইস্ট ওয়েস্ট’ ও ‘প্রীতি । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষোপ করে। এতে পাঁচজন পুলিশ সদস্য আহত হয়। পরে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছালে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়।”গার্মেন্টসের’ বিক্ষুব্ধ ও চাকরিচ্যুত শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে এই বিক্ষোভ করে। |
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |