ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৪ সেপ্টেম্বর ২০২৪ ৩০ ভাদ্র ১৪৩১
ট্যুরের টাকায় বন্যার্তদের পাশে ইবির আল-ফিকহ্ বিভাগের ২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা
ইরফান উল্লাহ্ , ইবি
প্রকাশ: Monday, 26 August, 2024, 1:40 PM

ট্যুরের টাকায় বন্যার্তদের পাশে ইবির আল-ফিকহ্ বিভাগের ২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা

ট্যুরের টাকায় বন্যার্তদের পাশে ইবির আল-ফিকহ্ বিভাগের ২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা

বার্ষিক ট্যুরের ফান্ডের টাকা বন্যার্তদের সহায়তার জন্য দিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল ফিকহ্ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের (আবাবিল ১৯) শিক্ষার্থীরা। ব্যাচের সকলের পরামর্শের ভিত্তিতে ট্যুর বাতিল করে এই টাকা দিয়েছেন তারা।

জানা যায়, বিভাগটির ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বার্ষিক ট্যুরের জন্য ফান্ডে সর্বমোট ৩৫,২২৫ টাকা জমা ছিলো। তাদের ট্যুর বাতিল করে ফান্ডের সব টাকা দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের বানভাসি মানুষদের সহায়তায় দিয়েছেন। তারা ইতোমধ্যে কুমিল্লার মানুষদের সহায়তায় ১৫,২২৫ দিয়েছেন। বাকী ২০,০০০ টাকা ফেনীর বানভাসি মানুষদের সহায়তায় দিবেন। এছাড়াও এর আগে তারা এককভাবে বিভিন্ন মাধ্যমে সহায়তা করেছেন।


এ বিষয়ে বিভাগের শিক্ষার্থী সাকিব আল হাসান রাকিব বলেন, বন্যার্ত মানুষের আর্তনাদ ও ভোগান্তিসহ জলাবদ্ধতার কারণে পশুপাখির জীবন ধারণের জন্য দু মুঠো খাবারের জন্য হাহাকার এবং সকলের এই আহাজারি আমাদেরকে ব্যাথিত করে তুলেছে। তাদের এই অসহনীয় ভোগান্তিতে মানবতার তাগিদে আমরা শিক্ষা সফরের না গিয়ে জমাকৃত টাকা দিয়ে সংকটকালে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।

এর আগে ইবির শিক্ষক ও কর্মকর্তারা নিজেদের এক দিনের সমপরিমাণ বেতন প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে পাঠানোর সিদ্ধান্ত নেয় । এছাড়া নিজেদের বেতন থেকে এক হাজার টাকা করে সহায়তা পাঠাবেন ইবির গাড়ি চালকরা। এদিকে জন্মাষ্টমী উদযাপনের অর্থের একটা অংশ বন্যার্তদের সাহায্যের ফান্ডে দেবে পূজা উদযাপন পরিষদ। শিক্ষক-শিক্ষার্থীরা ব্যক্তিউদ্যোগেও বিভিন্ন সংগঠনের ব্যানারে অর্থ সংগ্রহ সহ বিভিন্নভাবে বন্যার্তদের সহায়তা করছেন।

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status