শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল বাছির । সোমবার দুপুরে তিনি পদত্যাগে বাধ্য হন। এরপরই ডিন অফিস কক্ষেই কোরআন তেলাওয়াত করে মোনাজাতে দোয়াও করেন শিক্ষার্থীরা।
চলতি বছরের মার্চে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় পবিত্র রমজানকে স্বাগত জানিয়ে একটি কোরআন তেলাওয়াত অনুষ্ঠান আয়োজন করে শিক্ষার্থীরা। এরই জেরে আরবি বিভাগের চেয়ারম্যানকে শোকজ করে চিঠি দেন অধ্যাপক ড. আবদুল বাছির। চিঠিতে অনুষ্ঠানের আয়োজক শিক্ষার্থীরা আদৌ বিশ্ববিদ্যালয়ের কি না তা যাচাইয়ের জন্য এবং ‘তাদের কেন শাস্তি প্রদান করা হবে না’ এই মর্মে বিভাগীয় চেয়ারম্যানের কাছে জবাব চাওয়া হয়।
তিনি আরও বলেন, ‘অনুমতি না নিয়ে ঢাবিতে অনেক প্রোগ্রামই হয়। কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে আমরা ছাড় দিই। কিন্তু তারা আদৌ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কি না, এ ব্যাপারে যথেষ্ট সন্দেহ রয়েছে।’ এ ঘটনার পরপরই সমালোচনার মুখে পড়েন তিনি।