ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৪ সেপ্টেম্বর ২০২৪ ৩০ ভাদ্র ১৪৩১
শিরিন শিলার রাজকীয় জীবনযাপনের রহস্য কি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 11 August, 2024, 6:43 PM

শিরিন শিলার রাজকীয় জীবনযাপনের রহস্য কি

শিরিন শিলার রাজকীয় জীবনযাপনের রহস্য কি

ঢাকায় সিনেমায় শিরিন শিলা পথচলাটা শুরু হয় ২০১৪ সালে হিটম্যান সিনেমা দিয়ে। যদিও এই সিনেমায় তার চরিত্র ছিলো সাইড ক্যারেক্টার। তবে রুপালি জগতে আসার আগে তাকে দেখা গেছে গুলশান এভিনিউ, রঙের মেলা, বনবালা ও পণ্ডিতের মেলার মত টিভি নাটকে।

নাটকে তেমন একটা সুবিধা করতে না পারা এই অভিনেত্রী, অল্প সময়ে জনপ্রিয়তা পেতে চলে আসেন চলচ্চিত্রে। একের পর এক অভিনয় করেন প্রায় ডজন খানেক সিনেমায়, যার কোনোটিই দর্শকপ্রিয়তা পায়নি। তবে অল্প সময়ে পরিচিতি তৈরি করে ফেলেন বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি ও ধনী প্রযোজকদের সঙ্গে।

সিনেমাতে কাজের খবর না থাকলেও শিরিন শিলা জনপ্রিয় তার রাজকীয় লাইফস্টাইল নিয়ে। মাঝে খবর রটেছিলো বহিষ্কৃত যুবলীগ নেতা আরমানের বান্ধবী এই নামধারী নায়িকা। আবার অনেকে বলেন, ক্যাসিনো সম্রাটের সঙ্গে সখ্যতা আছে তার। নানা সময় বিদেশ ভ্রমণে সম্রাটের সঙ্গী হতেন এই শিরিন শিলা।

২০২১ সালে পর্নোগ্রাফিতেও নাম এসেছিলো এই অভিনেত্রীর। সে সময় পর্নোগ্রাফি ব্যবসার পাশাপাশি মাদক ব্যবসায়ও নাম এসেছিলো শিরিন শিলার। সেই সময় র‌্যাব জানিয়েছিলো, পর্নোচক্রে নাম আছে এই অভিনেত্রীর। আছেন নজরদারিতেও। গ্রেফতারও হতে পারেন যেকোনো সময়। কিন্তু সে সময় কোনো এক শক্তির ছায়ায় সেই জল বেশি দূর এগতে দেননি অভিনেত্রী।

সিনেমায় কাজ না থাকলেও নিজের জন্মদিনে থাকতো এলাহি কাণ্ড। নামি-দামি রেস্টুরেন্টে,মিডিয়ার তাবড় তারকাদের আমন্ত্রণ, দামি দামি উপহার, নাচ, গান সবই থাকতো তার জন্মদিনের অনুষ্ঠানে। এক নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা এই অভিনেত্রীর চাকচিক্যের রহস্য কি? তা নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা।

কোটা সংস্কার আন্দোলন নিয়ে যখন উত্তাল সারাদেশ তখন শিক্ষার্থীদের এই আন্দোলন নিয়ে বিতর্কিত স্ট্যাটাস দিয়েছিলেন শিরিন শিলা। তার ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এই নায়িকা লিখেছেন, ‘কিসের এতো আন্দোলন ভাই, সুখে থাকতে ভূতে কিলায়।’

শিলার এমন স্ট্যাটাসে রীতিমতো হতবাক হয়েছেন নেটিজেনরা। মুহূর্তে নানা কটাক্ষের শিকার হতে থাকেন এই নায়িকা। বধ্য হয়ে ডিলিট করে ফেলেন স্ট্যাটাস। অনেকেই তার স্ট্যাটাসের নিচে লিখেন, 'সারা বছর মন্ত্রী-এমপিদের দারে দারে ঘুরা নায়িকা আপনি, ছাত্র আন্দোলনের কি বুঝবেন আপনি।

শিরিনের এই টালমাটাল ক্যারিয়ারে 'গবেট' সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। আর মুক্তির অপেক্ষায় আছে আরো কিছু ছবি।

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status