পাথরঘাটায় সাংবাদিকদের সাথে উপজেলা বিএনপি'র মতবিনিময়
ইব্রাহীম খলীল, পাথরঘাটা
|
বরগুনার পাথরঘাটা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন বিএনপি'র উপজেলা আহ্বায়ক, পৌর আহ্বায়ক, পৌর সদস্য সচিবসহ দলের বিভিন্ন নেতাকর্মীরা। পাথরঘাটা প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাফর ইকবাল এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন, পাথরঘাটা উপজেলা বিএনপি'র আহবায়ক চৌধুরী মো. ফারুক। বিশেষ অতিথি ছিলেন, পাথরঘাটা পৌর বিএনপি'র আহ্বায়ক মো. হারুন আর রশিদ, পৌর বিএনপি'র সদস্য সচিব মো. ইসমাইল শিকদার (এসমে)। আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল সহ অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতা কর্মীরা। এসময় পাথরঘাটা প্রেসক্লাবের সকল সাংবাদিকরা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন। পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে চলমান পরিস্থিতি নিয়ে সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি'র নেতৃবৃন্দ ও প্রেসক্লাবের সাংবাদিকরা। এসময় উপজেলা বিএনপি'র আহ্বায়ক চৌধুরী মো. ফারুক বলেন, গণমাধ্যম দেশের চতুর্থ স্তম্ভ! আর সাংবাদিকরা হচ্ছে জাতির বিবেক। বিগত ১৬ বছর ধরে দেশের বিরোধী দল নির্বিচারে গণ গ্রেফতার, হামলা, মামলা, গুম ও খুন চালিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করেছিলো, তারা ছিলো সাধারণ জনগণের কাছে স্বৈরাচারী সরকার। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে গণঅভ্যুত্থানে সেই স্বৈরাচারী সরকারের পতন ঘটেছে। সে দেশ পালিয়েছে, আমরা কথা দিচ্ছি পাথরঘাটা উপজেলায় কোন ধরনের সহিংসতা হতে দেবো না, কেউ করতে পারবে না। যারা বর্তমানে নৈরাজ্য ও সহিংসতা ছড়াচ্ছে তারা মুলত বিএনপির কেউ না। সারা দেশের ন্যায় পাথরঘাটার বিভিন্ন এলাকায় হিন্দুদের মন্দির সহ বাজারঘাট পাহারা দিচ্ছে বিএনপি। তিনি আরও বলেন দেশের চলমান পরিস্থিতি স্থিতিশীল রাখতে আমরা সাংবাদিকদের সহযোগিতা কামনা করি। |
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |