গোপালগঞ্জে সেনাবাহিনীর ছিনিয়ে নেওয়া অস্ত্র উদ্ধার
নতুন সময় প্রতিবেদক
|
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশত্যাগে বাধ্য করার প্রতিবাদে এবং তাঁকে দেশে ফিরিয়ে আনার দাবিতে গোপালগঞ্জে বিক্ষোভ চালাকালে সেনাবাহিনীর ছিনিয়ে নেওয়া অস্ত্র উদ্ধার করা হয়েছে। আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার ছোটফা খালিয়া গ্রামের আবিদ সিকাদারের বাড়ি থেকে একটি অস্ত্র ও দুটি মুঠোফোন উদ্ধার করেন সেনাবাহিনীর সদস্যরা। গতকাল শনিবার বেলা সাড়ে তিনটার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর বাসস্ট্যান্ডে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে দেশত্যাগে বাধ্য করার প্রতিবাদে এবং তাঁকে দেশে ফিরিয়ে আনার দাবিতে বিক্ষোভ মিছিল হয়। বিক্ষোভকারীরা সেনাবাহিনীর পাঁচ সদস্যকে আহত করে দুটি অস্ত্র ছিনিয়ে নেয়। এ সময় সেনাবাহিনীর দুটি গাড়ি ভাঙচুর ও একটি গাড়ি পুড়িয়ে দেয় বিক্ষোভকারীরা। গতকাল সন্ধ্যায় একটি অস্ত্র উদ্ধার করা হয়, আজ আরেকটি অস্ত্র উদ্ধার হলো। এ ঘটনায় আজ সকালে ঘটনাস্থল পরিদর্শন ও স্থানীয় নেতা–কর্মীদের শান্তিপূর্ণ আন্দোলন করা পরামর্শ দেন জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলি খান ও সাধারণ সম্পাদক জি এম সাহাব উদ্দিন আজম। গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম সাহব উদ্দিন আজম গণমাধ্যমকে বলেন, ‘আজ সকালে গোপালগঞ্জ সদর উপজেলা গোপীনাথপুর ইউনিয়নে ঘটনাস্থল পরিদর্শন করেছি। সেখানকার নেতা–কর্মীদের সঙ্গে কথা হয়েছে। তাদের বলে এসেছি সেনাবাহিনী আমাদের প্রতিপক্ষ নয়, সেনাবাহিনীর সদস্যদের আহত করা ও গাড়ি পুড়িয়ে দেওয়া অন্যায় হয়েছে। এ ধরনের কাজ বা বিশৃঙ্খলা করলে আমরা মেনে নেব না।’ আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘আমার জানা মতে গোপালগঞ্জে কোনো নেতা–কর্মীকে গ্রেপ্তার করা হয়নি। গতাকাল রাতে সেনাবাহিনীর ক্যাম্পে জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খানকে ডেকেছিল। সেখানকার কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয়েছে। আমাদের আন্দোলনে দেশি-বিদেশি কোনো অস্ত্র প্রদর্শন করার বিষয়ে সেনাবাহিনী আপত্তি জানিয়েছে। তবে শান্তিপূর্ণ আন্দোলন কোর বিষয়ে কোনো বাধা নেই।’
|
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |