আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির ক্লাস উদ্বোধন
নতুন সময় প্রতিবেদক
|
উত্তর সিরাজগঞ্জের অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র-ছাত্রী'দের ক্লাসে বরণ ও উদ্বোধন করা হয়েছে। (১১'ই আগষ্ট) রবিবার বেলা ১১টায় কলেজে শ্রেণি কক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে। প্রতিহিংসার কারণে দীর্ঘ ১৫ বছর পর স্ব-পদে ফেরা অধ্যক্ষ মহসিন রেজা (বিল্পব)" ছাত্র-ছাত্রী'দের দেখে আবেগে আপ্লুত হয়ে যান এবং তার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, মোবাইল ছেড়ে এসে লেখাপড়ায় মন দাও তোমরা নিজেরা আলোকিত মানুষ হও, সমাজ এবং দেশ'কে আলোকিত করো। অন্য'দের মধ্যে, আইসিটি বিভাগের শিক্ষক মাসুদ রানা, সহকারী অধ্যাপক খোরশেদুল আলম, নাজমুল হক'সহ কলেজের সকল বিভাগের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। |
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |