জীবননগরের সেনেরেহুদায় ছাত্র সমাজের সড়ক পরিষ্কার অভিযান
আবু বকর সিদ্দিক, জীবননগর
|
জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের সেনেরহুদায় ছাত্র সমাজের উদ্যোগে সড়ক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। গতকাল রবিবার সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত গ্রামব্যাপী এই সড়ক পরিষ্কার অভিযান পরিচালিত হয়। এতে যোগদান করেন স্কুল, কলেজ, ইউনিভারসিটিসহ সর্বস্তরের ছাত্রসমাজ। |
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |