ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১১ সেপ্টেম্বর ২০২৪ ২৬ ভাদ্র ১৪৩১
জীবননগরের সেনেরেহুদায় ছাত্র সমাজের সড়ক পরিষ্কার অভিযান
আবু বকর সিদ্দিক, জীবননগর
প্রকাশ: Sunday, 11 August, 2024, 3:47 PM

জীবননগরের সেনেরেহুদায় ছাত্র সমাজের সড়ক পরিষ্কার অভিযান

জীবননগরের সেনেরেহুদায় ছাত্র সমাজের সড়ক পরিষ্কার অভিযান

জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের সেনেরহুদায় ছাত্র সমাজের উদ্যোগে সড়ক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। গতকাল রবিবার সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত গ্রামব্যাপী এই সড়ক পরিষ্কার  অভিযান পরিচালিত হয়। এতে যোগদান করেন স্কুল, কলেজ, ইউনিভারসিটিসহ সর্বস্তরের ছাত্রসমাজ। 

সরেজমিনে দেখা যায়,হাতে ঝাড়ু নিয়ে ও মুখে মাস্ক পড়ে সেনেরহুদা এলাকার চারপাশের বিভিন্ন ময়লা-আবর্জনা পরিস্কার করে নির্দিষ্ট স্থানে ফেলেছেন । তারা বিভিন্ন পয়েন্টে যানজট পরিস্থিতি নিয়ন্ত্রণে সকাল থেকেই বেশ কয়েক শত শিক্ষার্থী ও সাধারণ মানুষ কাজ করে যাচ্ছেন। 


এ সময় শিক্ষার্থীরা জানান, পরিচ্ছন্ন কাজে অংশ নিয়ে ময়লা-আবর্জনা পরিস্কার করে নির্দিষ্ট স্থানে ফেলছি। আমরা এই ধরনের কার্যক্রমের মধ্যে দিয়ে অন্যকে উৎসাহ প্রদান করে যেতেই আমদের এই প্রয়াস।সেই সাথে স্থানীয়দের আশেপাশে পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছি ।

উথলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান  জননেতা জনাব আবুল কালাম আজাদ বলেন,শিক্ষার্থীদের  এমন উদ্যোগকে আমি সাধুবাদ জানাই।আমাদের শিক্ষার্থীরা নিজেদের উদ্যোগে এ পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছেন। যেহেতু শিক্ষার্থী ও সাধারণ মানুষের আন্দোলনের মুখে দেশের মানুষের বিজয় অর্জন হয়েছে। তাই সব শ্রেণি-পেশা ও সকল রাজনৈতিক দলসহ সাধারণ মানুষকে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status