ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৯ এপ্রিল ২০২৫ ৬ বৈশাখ ১৪৩২
আরিফিন শুভ’র সেই ১০ কাঠা প্লটের কী হবে?
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 11 August, 2024, 11:04 AM

আরিফিন শুভ’র সেই ১০ কাঠা প্লটের কী হবে?

আরিফিন শুভ’র সেই ১০ কাঠা প্লটের কী হবে?

শেখ হাসিনার শাসনামলে মাত্র ১ টাকার বিনিময়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা আরিফিন শুভ। এতে বঙ্গবন্ধু চরিত্রে অভিনয় করে প্রতিদান স্বরূপ সংরক্ষিত কোটায় রাজউকের ১০ কাঠার একটি প্লট বরাদ্দ পান এই অভিনেতা। 

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্প থেকে এই বরাদ্দ দেওয়া হয়। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী গত বছর ২৭ নভেম্বর রাজউকের বোর্ড সভার সিদ্ধান্ত মোতাবেক এই বরাদ্দ দেওয়া হয়।


ছাত্রজনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগ করেন। ইতিমধ্যে নোবেলবিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিয়েছেন। দেশব্যাপী স্বৈরসরকারের আমলের নিয়োগসহ অন্যান্য সকল ক্ষেত্রের অনিয়ম-দুর্নীতির সংস্কার চলছে। এরই প্রেক্ষিতে সংস্কৃতি অঙ্গনের নানা মহলে অভিনেতা আরিফিন শুভর বরাদ্দকৃত ১০ কাঠা প্লট বাতিলের দাবি উঠেছে। নেটিজেনরা বলছেন শুভর উচিত এই জমি সরকারকে ফিরিয়ে দেওয়া। কেউ কেউ অবিলম্বে রাজউকের দেওয়া এই বরাদ্দ বাতিলের জন্য সোচ্চার হয়েছেন।

এ বিষয়ে অভিনেতা আরিফিন শুভর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি তা রিসিভ করেননি।

এ ব্যাপারে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) এষ্টেট ও ভূমি-১ এর পরিচালক মো. কামরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে পূর্বাচল নতুন শহর প্রকল্পের পরিচালকের সঙ্গে যোগাযোগ করতে বলেন। পরবর্তীতে রাজউক পূর্বাচল নতুন শহর প্রকল্পের পরিচালক মোহাম্মদ মনিরুল হকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

উল্লেখ্য, একই সময়ে রাজউক ‘চিরঞ্জীব মুজিব’ সিনেমার প্রযোজক লিটন হায়দারের নামেও ৩ কাঠা জমি বরাদ্দ দিয়েছিল।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status