ছিলাম নায়িকা হয়ে গেলাম নাইট গার্ড: নীলাঞ্জনা নীলা
নতুন সময় প্রতিবেদক
|
নীলাঞ্জনা নীলা ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০১৪’ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ নির্বাচিত হন। এরপর পরিচালক বদরুল আনাম সৌদের ‘গহীন বালুচর’ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে তার। এর সাত বছর পর একই নির্মাতার ‘শ্যামাকাব্য’ চলচ্চিত্রের মাধ্যমে আবারো বড় পর্দায় ফেরেন এই অভিনেত্রী। সিনেমাটি প্রশংসিত হয়। |
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |