পঞ্চগড়ে চা সিন্ডিকেট দুর করতে শিক্ষার্থীদের মনিটরিং
নতুন সময় প্রতিবেদক
|
পঞ্চগড়ের চা চাষীদের কাঁচা চা পাতার সরকারী নির্ধারিত মূল্য বাস্তবায়নে তৃতীয় পক্ষের দালাল ও কারখানা মালিকদের চা সিন্ডিকেট দূর করতে জেগে ওঠেছে তেঁতুলিয়ার বৈষম্য বিরোধী ছাত্র সমাজ। জেলার বিভিন্ন চা কারখানায় মনিটরিং করে চাষীদের নায্যমূল্য বাস্তবায়নে কারখানা মালিক ও কতৃপক্ষের সাথে মতবিনিময় করছে তারা। |
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |