ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৪ সেপ্টেম্বর ২০২৪ ৩০ ভাদ্র ১৪৩১
আসিফ মাহমুদের প্রতি যে আবেদন সাইফউদ্দিনের
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 10 August, 2024, 2:56 PM

আসিফ মাহমুদের প্রতি যে আবেদন সাইফউদ্দিনের

আসিফ মাহমুদের প্রতি যে আবেদন সাইফউদ্দিনের

নতুন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টামণ্ডলীর মধ্যে দায়িত্ববণ্টন করা হয়েছে গতকাল শুক্রবার। ড. মুহাম্মদ ইউনূ‌সের নেতৃত্বে ১৭ সদস্যের অন্তর্বর্তী সরকারের মধ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এতদিন এই মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন নাজমুল হাসান পাপন।

আসিফ মাহমুদ দায়িত্ব পাওয়ার পরই শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন বিভিন্ন অঙ্গন থেকে। ক্রিকেটারদের মধ্যে মোহাম্মদ সাইফউদ্দিনের শুভেচ্ছাবার্তায়ও ভেসেছেন এই তরুণ ছাত্রনেতা। শুভেচ্ছা জানানোর পাশাপাশি কিছু বিষয়ে সংস্কারের দাবিও জানিয়েছেন তিনি।

গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে সাইফউদ্দিন লেখেন, ‘অভিনন্দন আসিফ মাহমুদ ভাই । আপনি যেহেতু কুমিল্লার সন্তান, আমি পার্শ্ববর্তী জেলার ফেনীর ছেলে হিসেবে আপনার প্রতি অনুরোধ থাকবে সারা বাংলাদেশের সমস্ত জেলা ক্রীড়া সংস্থার অযোগ্য লোকদের বিদায় করে, যারা সত্যিকারের ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠক, দেশকে ভালোবেসে এবং দেশের ক্রীড়াঙ্গন নিয়ে কাজ করতে চায় এমন লোকদের জায়গা করে দিন । দুর্নীতমুক্ত ক্রীড়াঙ্গন এবং সমাজ চাই আমরা। ডক্টর ইউনুস স্যার একটা কথা বলেছিল গত পরশুদিন, সম্ভবত পুরানদের দিয়ে আর কিছু হবে না। কারণ তাদের চিন্তা-ভাবনা পুরনো।’

আসিফ মাহমুদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক। আন্দোলনের সময় সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব দেখা গেছে তাকে। বিভিন্ন সময় ফেসবুক লাইভে এসে আন্দোলনকারীদের নির্দেশনা দিয়েছেন আসিফ। কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’র সমন্বয়ক থেকে ‘অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা’ হয়েছেন তিনি।

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status