বাগমারায় আইন শৃংখলা নিয়ে সেনাবাহিনীর মতবিনিময়
নতুন সময় প্রতিনিধি
|
রাজশাহীর বাগমারায় আইন-শৃংখলার পরিস্থিতি নিয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে উপজেলা প্রশাসন,রাজনৈতিক নেতৃবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ৬ আগস্ট, বেলা ১১টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জোবায়ের হাবিব এর সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলামের সভাপতিত্বে বাগমারায় দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর মেজর সাব্বির প্রধান অতিথির বক্তব্য রাখেন। এসময় মেজর সাব্বির সবাইকে শান্ত ও ধৈর্য ধরার পরামর্শ দেন। একই সাথে আইন শৃঙ্খলা যাতে অবনতি না হয় সে জন্য সবার সহযোগীতা কামনা করেছেন। বিশৃঙ্খলা সৃষ্টি হলে সেনাবাহিনী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও উপজেলা প্রশাসন প্রতিরোধে এগিয়ে আসবেন বলে তিনি আশ^াস প্রদান করেন। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, বাগমারা উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক কামাল হোসেন, যুগ্ম আহবায়ক ও গনিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ মনিরুজ্জান রঞ্জু, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক উপাধ্যক্ষ আব্দুস সোবহান, জামায়াতে ইসলামী বাগমারা শাখার আমীর হারুনু রশিদ, সেক্রেটারী ওহিদুল ইসলাম, ভবানীগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র আব্দুর রাজ্জাক প্রামানিক, তাহেরপুর পৌরসভার সাবেক মেয়র শামসুর রহমান মিন্টু, বিএনপি নেতা শুভডাঙ্গ ইউনিয়নের চেয়ারম্যান মোশারফ হোসেন, বড় বিহানালী ইউপি চেয়ারম্যান মাহমুদুর রহমান মিলন, আকতারুজ্জামান বল্টু, বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অরবিন্দ সরকার, বাগমারা প্রেসক্লাবের সভাপতি আফাজ্জল হোসেন, সেক্রেটারী রাশেদুল হক ফিরোজ প্রমূখ।
|
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |