সিলেটে এমপি হাবিবের অফিসে ভাংচুর, মোটর সাইকেলে অগ্নিসংযোগ, আহত ৮
নতুন সময় প্রতিবেদক
|
সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য (এমপি) হাবিবুর রহমানের কার্যালয় ভাঙচুর করে আগুন দিয়েছে বিএনপি-জামায়াতের দুর্বৃত্তরা। গতকাল বিকালে দক্ষিণ সুরমা উপজেলার লাউয়াই এলাকায় এ ঘটনএ ব্যাপারে সংসদ সদস্য হাবিবুর রহমান বলেন, এক দল দুর্বৃত্ত অফিসে হামলা চালিয়েছে। ভাঙচুর করে দলীয় নেতাকর্মীদের কার্যালয়ের ভিতরে আটকে রেখে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। গুরুতর আহত অবস্থায় আটজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় অফিসের সামনে থাকা প্রায় ১৫টি মোটরসাইকেলে আগুন দিয়ে পুড়িয়ে দেয় তারা। দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান বলেন, হামলা ও অগ্নিসংযোগের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা এটা করেছে খোঁজ নেওয়া হচ্ছে। হামলা ও ভাঙচুরের বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আড়ালে দুর্বৃত্তদের একটি দল হঠাৎ মিছিল নিয়ে এসে কার্যালয়টি ভেঙে গুঁড়িয়ে দেয়। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান। তার আগেই আন্দোলনকারীরা সরে যান। |
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |