ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৯ মার্চ ২০২৫ ৪ চৈত্র ১৪৩১
এবার ফারুকীও বললেন, আওয়াজ উডা বাংলাদেশ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 1 August, 2024, 1:22 PM

এবার ফারুকীও বললেন, আওয়াজ উডা বাংলাদেশ

এবার ফারুকীও বললেন, আওয়াজ উডা বাংলাদেশ

তরুণ র‍্যাপার হান্নান হোসাইন শিমুল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চলাকালে 'আওয়াজ উডা' একটি বিদ্রোহী গান বের করেন। ১৮ জুলাই গানটি গানটি প্রকাশের পর ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল শ্রোতামহলে। আর এই গানের কারণেই গত ২৫ জুলাই নারায়ণগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শুধু তাই নয়, নেওয়া হয়েছে দুই দিনের রিমান্ডেও।

হান্নানের গ্রেপ্তার ও রিমান্ডে নেওয়ার বিষয়টি সংবাদ মাধ্যমে প্রকাশ করার পর দেশের সংগীতশিল্পীদের মধ্যে ব্যাপক উদ্বেগ সৃষ্টি করেছে। একইসঙ্গে নড়েচড়ে বসেন নেটিজেনরা; শুরু হয় নিন্দার ঝড়। এতে বাদ যাননি দেশের স্বনামধন্য তারকারাও, হান্নানকে গ্রেপ্তারের বিষয়ে ক্ষুদ্ধ তারা।

এবার র‍্যাপার হান্নান হোসাইন শিমুলের সঙ্গে গলা মিলিয়েছেন দেশের জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। হান্নানের গ্রেপ্তার ও রিমান্ডের খবর প্রকাশ্যে আসার পরই এই নির্মতা ফেসবুকে লিখেছেন, ‘আওয়াজ উডা বাংলাদেশ/ গণহত্যার বিচার চাই!, আওয়াজ উডা, বাংলাদেশ/ পরিবর্তন চাই!, আওয়াজ উডা, উডা বাংলাদেশ!’

ফারুকী আরও বলেন, ‘আওয়াজ উডা’ গানের জন্য গায়ককে গ্রেপ্তার করেছে তারা। ঠিক আছে, আমরা সবাই এখন গাইছি ‘আওয়াজ উডা’!

সাবেক বিশ্বসুন্দরী ও মডেল শাম্মি ইসলাম নীলা গ্রেপ্তার হান্নানের মুক্তি চেয়ে সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেন। সেখানে একটি ছবিতে দেখা যায়, রং তুলির ক্যানভাসে সাদা শোলার শিট। সেখানে আঁকা লাল-সবুজের বাংলাদেশের পতাকা। সেখানে পুরো শিটজুড়ে লাল রং ছিটানো; লেখা 'সেইভ বাংলাদেশি স্টুডেন্টস'।

অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলাও হান্নানের গ্রেপ্তারের খবরটি তার টাইমলাইনে শেয়ার করেন। সেখানে তার ওই পোস্টে মিথিলার অনুসারীরা নেতিবাচক প্রতিক্রিয়া জানায়।

এছাড়াও সামাজিক মাধ্যমে হ্যাশট্যাগ #freehannan লিখে সার্চ দিলে হান্নানের গ্রেপ্তারের খবরে নিন্দা প্রকাশ করতে দেখা যায় নেটিজেনদের। বাংলা ব্যান্ড মেম্বার নামে একটি গ্রুপ থেকে হান্নানের ছবি প্রকাশ করে লেখা হয়, হান্নানের জন্য আওয়াজ তুলুন।

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে 'আওয়াজ উডা' একটি বিদ্রোহী গানটি নিজের ফেসবুকে শেয়ার করে হান্নান হোসাইন শিমুল ক্যাপশনে লিখেছিলেন, ‘আমরা কোনো সংস্থার বিরোধিতা করছি না। এর পরিবর্তে, আমরা আমাদের সমবয়সীদের কণ্ঠকে প্রসারিত করতে চাই এবং আমাদের দেশকে প্রভাবিত করে এমন সমস্যাগুলোর উপর আলোকপাত করতে চাই।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status