১৪ দলের বৈঠকে জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করার প্রস্তাব গৃহীত
নতুন সময় প্রতিবেদক
|
গণভবনে ১৪ দলের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকে জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করার প্রস্তাব গৃহীত হয়েছে। সোমবার (২৯ জুলাই) বিকেল সাড়ে ৫টায় গণভবনে এ বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক সূত্রে জানা গেছে, ১৪ দল মনে করে সম্প্রতি কোটা সংস্কার আন্দোলন ঘিরে যে সন্ত্রাস এবং নাশকতা হয়েছে এর পিছনে জামায়াত-শিবির কলকাটি নেড়েছে। একাত্তরের মুক্তিযুদ্ধের সময় তাদের যে চরিত্র ছিল এখন তাদের সেই চরিত্র বদলায়নি। ১৭ জুলাই থেকে ঢাকায় যে সন্ত্রাসী তাণ্ডব হয়েছে এর মূল কারিগর ছিল স্বাধীনতা বিরোধী অপশক্তি জামায়াত-শিবির। বৈঠকে ১৪ দলের নেতারা জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করার প্রস্তাব করেন। এ প্রস্তাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মতি দেন এবং সর্বসম্মতিক্রমে জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করার প্রস্তাব ১৪ দলের বৈঠকে পাস হয়।
|
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |