ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৬ ফেব্রুয়ারি ২০২৫ ৩ ফাল্গুন ১৪৩১
জাতির সাথে মশকরা করবেন না: ডিবি অফিসে খাওয়ানোর ছবি প্রসঙ্গে হাইকোর্ট
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 29 July, 2024, 3:41 PM

জাতির সাথে মশকরা করবেন না: ডিবি অফিসে খাওয়ানোর ছবি প্রসঙ্গে হাইকোর্ট

জাতির সাথে মশকরা করবেন না: ডিবি অফিসে খাওয়ানোর ছবি প্রসঙ্গে হাইকোর্ট

কোটা সংস্কার আন্দোলনের ছয় সমন্বয়ককে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া এবং তাদের সাথে যে আচরণ করা হয়েছে তা কেন্দ্র করে 'মশকরা' করার জন্য তিরস্কার করেছেন হাইকোর্ট।

বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানির সময় বিচারপতি মোস্তফা জামান ইসলাম বলেন, "আপনি (ডিবি প্রধান) একজন ডিবি অফিসারের রুমে কাটা চামচ দিয়ে খাবার খাওয়াচ্ছেন, সেসবের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন; এটা কি জাতির সাথে মশকরা করা নয়?"

তিনি আরও বলেন, "আপনাকে এসব কে করতে বলেছে? এভাবে জাতির সঙ্গে মশকরা করবেন না।"

রিটের আদেশের জন্য আগামীকাল (৩০ জুলাই) দিন ধার্য করা হয়েছে।

রোববার (২৮ জুলাই) 'নিরাপত্তাজনিত কারণ' দেখিয়ে ডিবি হেফাজতে নেওয়া কোটা সংস্কার আন্দোলনের ছয় সমন্বয়কের সঙ্গে এক টেবিলে বসে নাস্তা করার কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করেন অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন-অর রশীদ।

কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়করা নিরাপত্তাহীনতায় ভুগছিলেন বলে তাদের ডিবি কার্যালয়ে এনে তাদের সঙ্গে কথা বলেছেন– এরকম ক্যাপশন দিয়ে ফেসবুকে ছবিগুলো পোস্ট করেন ডিবি প্রধান হারুন-অর রশীদ।

গত শুক্রবার (২৬ জুলাই) কোটা সংস্কার আন্দোলনের তিন সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে হাসপাতাল থেকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়। পরে শনিবার (২৭ জুলাই) মো. সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ ও নুসরাত তাবাসসুমকেও ডিবি হেফাজতে নেওয়া হয়।

কোটা সংস্কার আন্দোলনকারীদের কর্মসূচিতে গুলি না চালানোর নির্দেশনা চেয়ে এবং গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে কোটা সংস্কার আন্দোলনের ছয় সমন্বয়কের মুক্তির নির্দেশনা চেয়ে আজ সোমবার (২৯ জুলাই) হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে।

আজ (২৯ জুলাই) সুপ্রিম কোর্টের আইনজীবী আইনুন নাহার সিদ্দিকা ও মঞ্জুর আল মতিন এ আবেদন করেন।

আবেদনে মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহাপরিদর্শক, সেনাপ্রধানসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ। কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status