ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২০ মার্চ ২০২৫ ৬ চৈত্র ১৪৩১
দোকানে মডেলিং করে যেভাবে কাস্টমার এনে দেয় বিড়াল!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 29 July, 2024, 1:42 PM

দোকানে মডেলিং করে যেভাবে কাস্টমার এনে দেয় বিড়াল!

দোকানে মডেলিং করে যেভাবে কাস্টমার এনে দেয় বিড়াল!

পোষা প্রাণীর দোকানে ব্যবসার মোড় ঘুরিয়ে দিয়েছে সাত বছর বয়সী কমলা রঙের একটি বিড়াল। সুপার মডেল বিড়ালটি দোকানের পোশাক এবং আনুষঙ্গিক প্রদর্শন করে স্থানীয়দের এবং পর্যটকদের কাছ থেকে প্রশংসা পাওয়ার পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়। ‘তার থাবা-চেহারা’ ছবি কিংবা ভিডিওর চেয়েও বেশ সুন্দর দাবি নেটিজেনদের।

ব্যাংককে ‘ডগি স্টেপ’ নামে পোষা প্রাণীর এ দোকানের মালিক বিড়ালটিকে পণ্যের মডেলিংয়ের জন্য ব্যবহার করছেন।

শুক্রবার ‘ডগি স্টেপ’ পোষা প্রাণীর দোকানে ধারণ করা ফুটেজে বিড়ালটিকে একটি স্বর্ণকেশী পরচুলা, একটি মিনি বার্কিন ব্যাগ ও হৃদয় সানগ্লাসসহ বাহারি পোশাক পরা অবস্থায় দেখা যায়। এসব দেখে দোকানটির ক্রেতা ও দর্শনার্থীরাও বিড়াল ফ্যাশনিস্তার সঙ্গে খেলা কিংবা সেলফি তুলতে ভুলছেন না।

পোষা প্রাণীর দোকান মালিক অনন্তওয়াত জানান, ‘যে তিনি পাঁচ বছর আগে বিড়ালটিকে খুঁজে পেয়েছিলেন পরিত্যক্ত একটি পেট্রোল পাম্পে। প্রথমে তাকে নিজের বাসা নিয়ে সাজান। পরে তিনি বিড়ালটির সাজানো পোশাকে অনুপ্রাণিত হয়ে দোকানটি চালু করেন। যেখানে পোষা প্রাণীদের পোশাক ও খাবার বিক্রি হচ্ছে।

স্থানীয়রা বলেছেন, বিড়ালটি সোশ্যাল মিডিয়ায় বিখ্যাত হয়ে উঠছে এবং এখন দোকানের পণ্যের মডেলিংয়ে বিড়ালের স্বভাবের জন্য সুপরিচিত হচ্ছে। জে ফিলের মেডেলিং দক্ষতার জন্য দ্য ডগি স্টেপ টিকটকে ও ফেসবুকে পৌনে ২ লাখেরও বেশি মানুষ অনুসরণ করেন ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status