ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৭ ফেব্রুয়ারি ২০২৫ ২৩ মাঘ ১৪৩১
অলিম্পিকে এসে ভালোবাসার গল্প লিখলেন আর্জেন্টাইন অ্যাথলেট
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 28 July, 2024, 3:03 PM

অলিম্পিকে এসে ভালোবাসার গল্প লিখলেন আর্জেন্টাইন অ্যাথলেট

অলিম্পিকে এসে ভালোবাসার গল্প লিখলেন আর্জেন্টাইন অ্যাথলেট

গ্রেটেস্ট শো অন আর্থ’খ্যাত অলিম্পিক কেন্দ্র করে প্যারিসে ভিড় করছেন হাজারও অ্যাথলেট। আগামী ১১ আগস্ট পর্যন্ত চলবে একে অন্যকে হারিয়ে শিরোপা জয়ের এ লড়াই। তবে এ লড়াই ছাপিয়ে ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় এ আসরের মাধ্যমে বিশ্বব্যাপী ভালোবাসা ছড়িয়ে দেওয়াটাই যে অলিম্পিকের লক্ষ্য; সেটি বোঝা গেল অলিম্পিক গেমসের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টের এক পোস্টে। যেই পোস্টে অলিম্পিকে আসা দুই আর্জেন্টাইন অ্যাথলেট ভালোবেসে কাছে আসার গল্প শেয়ার করেছেন তারা, যা মুগ্ধতা ছড়াচ্ছে সবার মধ্যে।

অলিম্পিক গেমসের অফিসিয়াল সাইটে প্রকাশিত সেই ভিডিওতে দেখা গেছে, আর্জেন্টিনার এক অ্যাথলেট রোমান্টিকভাবে সবার সামনে অপর এক অ্যাথলেটকে বিয়ের প্রস্তাব দিচ্ছেন। পুরুষ ওই অ্যাথলেটের প্রস্তাবে নারী অ্যাথলেট রাজি হওয়ায় তাকে জড়িয়ে ধরে বিষয়টি উদযাপন করছেন দুজনে, যা সামাজিকমাধ্যমে শেয়ার করতেই ভাইরাল হয়েছে এ দুজনের রোমান্টিক মুহূর্তটি।

ওই দুই আর্জেন্টাইন অ্যাথলেটের নাম পাবলো সিমোনেট ও পিলার ক্যাম্পোয়ের। এই দুজনের ভিডিও প্রকাশ করার পর এরই মধ্যে তাদের ভিডিওটি ১০৬.৫ হাজার বার ভিউ হয়েছে। 

পাবলো সিমোনেট হ্যান্ডবল দলের হয়ে আর্জেন্টিনাকে প্রতিনিধিত্ব করবেন। অন্যদিকে পিলার ক্যাম্পোয়ের হকিতে আর্জেন্টিনার হয়ে লড়বেন। বর্তমানে দুজনেই প্যারিসের অলিম্পিক ভিলেজে অবস্থান করছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ। কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status