ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৭ ফেব্রুয়ারি ২০২৫ ২৩ মাঘ ১৪৩১
ইসিবি চত্বরে যেভাবে প্রাণ বাঁচল ১৭ পুলিশ সদস্যের
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 28 July, 2024, 10:32 AM
সর্বশেষ আপডেট: Sunday, 28 July, 2024, 10:34 AM

ইসিবি চত্বরে যেভাবে প্রাণ বাঁচল ১৭ পুলিশ সদস্যের

ইসিবি চত্বরে যেভাবে প্রাণ বাঁচল ১৭ পুলিশ সদস্যের

রাজধানীর ইসিবি চত্বরে দুর্বৃত্তদের তোপের মুখে একটি ফুড পার্কে আশ্রয় নিয়েছিলেন পুলিশের ১৭ সদস্য। ১৮ জুলাই দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত তাদের ছিনিয়ে নিতে কয়েক দফায় গেট ভাঙার চেষ্টা করে সহিংসতাকারীরা। প্রথমে পার্কিংয়ে, পরে ফুড পার্কের ভেতরে আশ্রয় নিলেও অবস্থা বেগতিক হওয়ায় পাশের নির্মাণাধীন ভবনের মই বেয়ে প্রাণে বাচেঁন পুলিশ সদস্যরা।


সিসিটিভি ফুটেজে দেখা গেছে, গত ১৮ জুলাই দুপুরে রাজধানীর ইসিবি চত্বরের বটতলায় দায়িত্ব পালন করছিলেন পুলিশের ১৭ জন সদস্য। সহিংসতাকারীদের তোপের মুখে একে একে সবাই ঢুকতে থাকেন পাশের ফুড পার্কে।

 
ফুড পার্কে অবস্থান নিয়েছেন পুলিশ সদস্যরা জানতে পেরে সহিংসতাকারীরা জড়ো হতে থাকেন মূল ফটকে। ভেঙে ফেলার চেষ্টা করেন গেটটি। একবার দুইবার নয়, প্রায় দুই ঘণ্টায় কয়েকবার তারা গেটটি ভাঙার চেষ্টা করেন।
 
পুলিশের একটি ভ্যান ছিল ফুড পার্কের ভেতরে। দুবৃত্তরা যেন বুঝতে না পারে এটি পুলিশের ভ্যান সেজন্য ত্রিপল দিয়ে ঢেকে দেয়া হয়। এদিকে পুলিশ সদস্যরা আশ্রয় নেয় পার্কিংয়ে। সেখানে তারা প্রায় এক ঘণ্টা অবস্থান করেন। বাইরে তখন সহিংসতাকারীরা আবারও গেট ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করতে থাকেন।
  
পরে পুলিশ সদস্যরা আশ্রয় নেন ফুড পার্কের ভেতরে থাকা একটি রেস্টুরেন্টে। সেখানে তারা আরও প্রায় ৩০ মিনিট অবস্থান করেন। অবস্থা বেগতিক দেখে রেস্টেুরেন্টের লোকজনের সহায়তা চান পুলিশ সদস্যরা। এরপর পাশের একটি নির্মাণাধীন ভবন এবং ফুড পার্কের মধ্যবর্তী একটি সরু গলির ভেতর দিয়ে একটি লোহার মইয়ের মাধ্যমে একে একে সবাইকে পার করিয়ে দেয়া হয়।
 
রেস্টুরেন্টের কর্মীরা বলেন, 
পুলিশ সদস্যরা এসে আমাদের ফুড পার্কের ভেতরে প্রবেশ করেন। এখানে অনেক্ষণ তারা ছিলেন। কিন্তু বের হওয়ার উপায় ছিল না। জীবন বাঁচানোর জন্য তারা বার বার আমাদের কাছে অনুরোধ করছিলেন। বের হওয়ার জন্য আমাদের কাছে পুরনো কাপড় চেয়েছিলেন। কিন্তু আমাদের কাছে সেরকম পুরনো কাপড় ছিল না। তাদের আর্তনাদ শুনে ইচ্ছা করেছিল, আমাদের শার্ট খুলে দিয়ে দেই! কিন্তু সেরকম উপায় তো আর ছিল না। পরে পরিস্থিতি ভয়াবহ হয়ে গেলে মই দিয়ে তাদেরকে পার করে দেই। এরপর তারা নিরাপদে চলে যান।
  
এ ঘটনায় ফুড পার্কের ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় তারা নিজেরাই বাদী হয়ে একটি মামলা করেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ। কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status