স্বামীর মন পেতে নিজের সর্বস্ব উজাড় করে দিচ্ছেন? ঠিক করছেন নাকি ভুল?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 27 July, 2024, 2:34 PM
সম্পর্ক ভালো রাখার জন্য স্বামী-স্ত্রী উভয়েরই সমান অবদান থাকে। আপনি যদি সত্যিই সংসারে সুখ অটুট রাখতে চান, তাহলে স্বামীকেও কিছু দায়িত্ব নিতে দিন। সব দায়ভার একা নেবেন না। তাতে সম্পর্ক খারাপই হবে, ভালো হবে না। নিজেকে উজাড় করে দিতে দিতে এক সময়ে নিঃস্ব হয়েও যেতে পারেন। সেটা কি আদৌ ভালো? প্রবন্ধে রইল বিস্তারিত।
সম্পর্ক একটা সফরের মতো, যেখানে স্বামী-স্ত্রী উভয়েরই সমান অবদান থাকে। দুজনেই ঠিকঠাক এফর্ট দিলে দাম্পত্য সুখের অভাব হয় না। সেখানে দুই সঙ্গীর অধিকার হয় সমান-সমান। কিন্তু স্বামী-স্ত্রীর মধ্যে যদি সঠিক বোঝাপড়া না থাকে, তাহলে বারবার অশান্তি হওয়াই স্বাভাবিক! আর এরকম পরিস্থিতিতে স্বামীর মন পেতে, সম্পর্কের রসায়ন অটুট রাখতে অপরজন নিজেকে নিঃস্ব করে ফেলেন। আপনিও সেই কাজটাই করছেন না তো?
দাম্পত্যে সুখ অটুট রাখতে দুই সঙ্গীকেই আত্মত্যাগ করতে হয়। কিন্তু ঠিক কতটা? তা কি ভেবে দেখেছেন? নাকি স্বামীর সুখের কথা ভেবে একজন মহিলার নিজেকে নিঃস্ব করে দেওয়াই একমাত্র উপায়, বিস্তারিত আলোচনা করা হল প্রবন্ধে।
দুজন মানুষ একসঙ্গে এক ছাদের তলায় থাকতে এলে তাঁদের কম বেশি আত্মত্যাগ করতেই হয়। সেটা কোনও ভুল নয়। কারণ সম্পর্কের ভালো-মন্দের সঙ্গে সমঝোতার সেতুও বাঁধা থাকে। তবে সুস্থ সম্পর্কে এই আত্মত্যাগ কখনও এক পাক্ষিক হয় না।
তবু অনেক ক্ষেত্রে দেখা যায়, স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই অশান্তি লেগে রয়েছে। আর এই ঝগড়া-ভুল বোঝাবুঝিকে সামাল দিতে গিয়ে এবং স্বামীর মন পেতে নিজেকে ভালো রাখতেই ভুলে যাচ্ছেন সেই মহিলা। আপনিও এমন পরিস্থিতির শিকার নন তো?
স্বামীর ভালো-মন্দ নিয়ে চিন্তা করা জরুরি। কিন্তু তাঁকে ভালো রাখার দায়িত্ব একা আপনার নয়। তাই সব ভার নিজের কাঁধে চাপিয়ে নেবেন না। তাহলে প্রতি পদক্ষেপে নিজেকে দোষী মনে হবে। তাই একটু অন্যভাবে চিন্তা করুন। এবার থেকে স্বামীর দিকে যেমন নজর রাখবেন, তেমনই নিজের প্রতিও খেয়াল রাখতে ভুলবেন না। নিজে ভালো থাকলেই সম্পর্কের জটিলতাও সরল হবে।
সম্পর্ক ভালো রাখার জন্যে ঠিক কতটা আত্মত্যাগ করা প্রয়োজন, নিজের সুখের ঠিক কতটা বাদ দিতে হবে, সে বিষয়ে স্পষ্ট ধারণা থাকা বেশ জরুরি। তাই প্রথমেই এই বাউন্ডারিটা তৈরি করুন। নাহলে তো নিজেকে ঠেলতে ঠেলতে এক সময় খাদের ধারে এনে দাঁড় করাবেন! সেটাই কি আপনার ভবিতব্য?
আপনাদের দুজনের যদি প্রায়ই ঝগড়া-অশান্তি হয়, তাহলে সেটির কারণ খোঁজার চেষ্টা করুন। শুধুই নিজের দোষ হাতড়ে বেড়াবেন না। প্রয়োজনে সঙ্গীর সঙ্গে মুখোমুখি বসে আলোচনা করুন এবং দুজনে মিলে সমাধানের পথ খুঁজুন। তাহলেই পরিস্থিতি অনেকটা সরল হয়ে যাবে। মনে রাখবেন, সম্পর্ক ভালো রাখার অন্যতম শর্তই হল কমিউনিকেশনে জোর দেওয়া।
স্বামী-সন্তান এবং পরিবারের অন্য সদস্যদের কথা চিন্তা করা ভুল নয়। কিন্তু সারাক্ষণ এই কাজটা করবেন না! আপনি যদি সব সময়ে অন্যের কথা ভাবেন, তাহলে আপনার কথাটা কে ভাববেন? তাই এবার থেকে একটু নিজের কথাও চিন্তা করুন। তাহলেই দেখবেন সম্পর্ক ঠিক থাকবে, আর ভালো থাকবেন আপনিও।