ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৯ এপ্রিল ২০২৫ ৬ বৈশাখ ১৪৩২
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 26 July, 2024, 2:58 PM

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

এশিয়া কাপে সেমিফাইনালের লড়াইয়ে ভারতের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। ডাম্বুলায় টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।


ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ সেমিফাইনাল ম্যাচে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচের দল থকে বাদ পড়েছেন সাবিকুন নাহার জেসমিন। তার বদলে দলে ফিরেছেন তারকা পেসার মারুফা আক্তার।
 
ভারতের একাদশে আছে একাধিক পরিবর্তন। আগেই গ্রুপ পর্ব নিশ্চিত করে ফেলায় নেপালের বিপক্ষে সর্বশেষ ম্যাচে একাদশে ছিলেন না ভারতের অধিনায়ক হারমানপ্রীত কর। এই ম্যাচের একাদশে ফিরেছেন তিনি। গত ম্যাচে ভালো ব্যাটিং করেও বাদ পড়েছেন হেমালতা।  
 
অতিরিক্ত ব্যাটার খেলাতে সজীবন সাঞ্জানার বদলে নেয়া হয়েছে উমা ছেত্রিকে। গত ম্যাচের একাদশে থাকা অরুন্ধতী রেড্ডীকেও বাদ দিয়েছে ভারত। তার বদলে এসেছেন পূজা ভাস্ত্রকার। 
 
শক্তি-সামর্থ্যে বাংলাদেশের চেয়ে ঢের এগিয়ে ভারত। তবে ভারতের বিপক্ষে এশিয়া কাপে জয়ের সুখস্মৃতি আছে টাইগ্রেসদের। ২০১৮ সালে এই ভারতকে হারিয়েই এশিয়ান শ্রেষ্ঠত্বের মুকুট জিতেছিল বাংলাদেশ।
 
তবে এবারের টুর্নামেন্টে ভারত রীতিমতো উড়ছে। গ্রুপ পর্বের তিন ম্যাচেই প্রতিপক্ষকে গুড়িয়ে দিয়েছে দলটি। বাংলাদেশের শুরুটা হয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে হার দিয়ে। পরের দুই ম্যাচে অবশ্য দাপুটে ক্রিকেট খেলেই সেমিতে উঠেছে টাইগ্রেসরা। 
 
বাংলাদেশ একাদশ: দিলারা আক্তার, মুর্শিদা খাতুন, নিগার সুলতানা (অধিনায়ক), রুমানা আহমেদ, ইসমা তানজিম, রিতু মণি, রাবেয়া খান, স্বর্ণা আক্তার, নাহিদা আক্তার, জাহানারা আলম, মারুফা আক্তার। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status