ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৯ জুলাই ২০২৫ ৪ শ্রাবণ ১৪৩২
অলিম্পিকে আর্জেন্টিনা ফুটবল দলে চুরি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 26 July, 2024, 10:23 AM
সর্বশেষ আপডেট: Friday, 26 July, 2024, 10:39 AM

অলিম্পিকে আর্জেন্টিনা ফুটবল দলে চুরি

অলিম্পিকে আর্জেন্টিনা ফুটবল দলে চুরি

ম্যাচ হারের পর এবার সামনে এল আর্জেন্টিনা অলিম্পিক ফুটবল দলের আরেক ভোগান্তির ঘটনা। আর্জেন্টিনা কোচ হাভিয়ের মাচেরানো বলেছেন, বুধবার মরক্কোর মুখোমুখি হওয়ার আগে চুরির শিকার হয়েছে তাঁর দল। এতে টাকা-পয়সার পাশাপাশি মূল্যবান ব্যবহার্য জিনিস খোয়া গেছে।

বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানায়, চুরির ঘটনাটি ঘটেছে আর্জেন্টিনা দলের অনুশীলন-স্থলে। এ বিষয়ে লিঁও পুলিশে অভিযোগ করেছে আর্জেন্টিনা দল। সেঁত এতিয়েনের কাছাকাছি অবস্থিত কৌঁসুলির অফিস থেকে গতকাল খবরটি নিশ্চিত করা হয়। আর্জেন্টিনার ছেলেদের অলিম্পিক ফুটবল দল সেঁত এতিয়েনের একটি হোটেলে উঠেছে।

মহানাটকীয় ম্যাচে মরক্কোর কাছে ২-১ গোলে হারের পর সংবাদমাধ্যমকে মাচেরানো বলেছেন, ‘ওরা (খেলোয়াড়েরা) অনুশীলনে গিয়েছে, তারা এদিকে অলিম্পিক গেমসে চুরি করেছে। অনুশীলনের পর আমরা কিছু বলতে চাইনি। এতে কোনো কাজ হবে বলে মনে হয়নি। তবে অবশ্যই এমন ঘটনা মেনে নেওয়া যায় না।’

মাচেরানো জানিয়েছেন, আর্জেন্টিনার অ্যাটাকিং মিডফিল্ডার থিয়াগো আলমাদার মূল্যবান জিনিসপত্র চুরি গেছে, ‘থিয়াগো আলমাদা তার ঘড়ি ও আংটি খুঁজে পাচ্ছে না।’ ফরাসি টেলিভিশন বিএফএমটিভির খবরে বলা হয়, ভুক্তভোগী ৫০ হাজার ইউরো চুরির কথা বলেছেন।

অলিম্পিক ফুটবলে ২০০৪ ও ২০০৮ সালে সোনাজয়ী আর্জেন্টিনা ফুটবল দলের এবার প্যারিস অলিম্পিকের শুরুটা ভালো হয়নি। পরশু রাতে সেঁত এতিয়েনে নাটকীয় এবং বিতর্কিত হার দেখতে হয় মাচেরানোর দলকে। মরক্কো ২-১ গোলে এগিয়ে থাকতে যোগ করা সময়ের ১৬ মিনিটে গোল করেছিলেন আর্জেন্টিনার মিডফিল্ডার ক্রিস্টিয়ান মেদিনা। ওই গোলের পরই গ্যালারি থেকে শুরু হয় বোতল-বৃষ্টি। মাঠেও ঢুকে পড়েছিলেন মরক্কোর কিছু সমর্থক।

রেফারি ম্যাচ স্থগিত করে দুই দলকেই ড্রেসিংরুমে পাঠান। প্রায় দুই ঘণ্টা পর ম্যাচটি পুনরায় শুরুর আগে ভিএআর এর মাধ্যমে আর্জেন্টিনার দ্বিতীয় গোলটি বাতিল করা হয়। কারণ অফসাইড ছিলেন আর্জেন্টিনার ডিফেন্ডার ব্রুনো অ্যামিওনে। ম্যাচ পুনরায় শুরুর পর খেলা হয়েছে মাত্র ৩ মিনিট ১৫ সেকেন্ড। এ সময়ের মধ্যে আর্জেন্টিনা আর ঘুরে দাঁড়াতে পারেনি। ২-১ গোলের হার নিয়েই মাঠ ছাড়তে হয়।

লিঁওতে আগামীকাল নিজেদের দ্বিতীয় ম্যাচে ইরাকের মুখোমুখি হবে আর্জেন্টিনা। কোয়ার্টার ফাইনালে ওঠার আশা টিকিয়ে রাখতে মাচেরানোর দলের জন্য গ্রুপ পর্বে নিজেদের শেষ দুটি ম্যাচই জেতা গুরুত্বপূর্ণ। আগামী মঙ্গলবার গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে ইউক্রেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status