ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২০ জুলাই ২০২৫ ৪ শ্রাবণ ১৪৩২
মঠবাড়িয়া পৌরসভার রাস্তায় সমবায় সমিতি ভবনের ট্যাংকির ময়লার কারণে জনদুর্ভোগ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 17 July, 2024, 6:24 PM

মঠবাড়িয়া পৌরসভার রাস্তায় সমবায় সমিতি ভবনের ট্যাংকির ময়লার কারণে জনদুর্ভোগ

মঠবাড়িয়া পৌরসভার রাস্তায় সমবায় সমিতি ভবনের ট্যাংকির ময়লার কারণে জনদুর্ভোগ

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার পৌর শহরের মধ্যে সমবায় সমিতির ভবনে থাকা মার্কেন্টাইল ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের ব্যবহৃত ট্যাংকি লিক হয়ে ময়লা পানি রাস্তায় গড়িয়ে পড়ে জনদুর্ভোগ তৈরি হয়েছে। স্থানীয়রা বিষয়টি পৌর প্রশাসককে অবগত করেছেন বলে জানা গেছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ময়লা পানি জমে থাকা ওই রাস্তার এক পাশে কিন্ডার গার্ডেন ও শের-ই-বাংলা পাঠাগার। আরেক পাশে মার্কেন্টাইল ব্যাংক। ৫শত ফুট লম্বা এ রাস্তাটিকে ঘিরে রয়েছে অর্ধ শতাধিক মানুষের বসবাস। রাস্তা সংলগ্ন খাস মহল লতীফ ইনষ্টিটিউশনের পতিত জমিতে বালু ভরাট করায় রাস্তাটি এখন বর্ষার পানিতে তলিয়ে যায়। ড্রেন না থাকায় পানি সরবরাহের বিকল্প কোন উপায় নেই। পৌর কর্তৃপ¶ রাস্তাটি মেরামত বা সংস্কার না করায় বর্ষার পানি জমে একদিকে যেমন কর্দমাক্ত হয়েছে অন্যদিকে ট্যাংকির ময়লা পানিতে অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হয়েছে।

এ ব্যাপারে সমবায় সমিতির সহ-সভাপতি প্রভাষক শাকিল আহমেদ জানান,ট্যাংকিটি মাস তিনেক আগে মেরামত করা হয়েছিল। এখন আবার ঠিক করে দেওয়া হবে। তবে স্থানীয়দের দাবি ময়লার ট্যাংকি নিয়ে সমবায় সমিতির লোকজনের কোন মাথা ব্যাথা নেই। অবহেলা রয়েছে পৌর কর্তৃপ¶েরও।

এ ব্যাপারে মঠবাড়িয়া পৌরপ্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাইসুল ইসলাম জানান, পৌরসভা থেকে ইঞ্জিনিয়ার পাঠানো হয়েছে। খুব শীঘ্রই রাস্তাটি চলাচলের উপযোগী করে দেওয়া হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status