মঠবাড়িয়া পৌরসভার রাস্তায় সমবায় সমিতি ভবনের ট্যাংকির ময়লার কারণে জনদুর্ভোগ
নতুন সময় প্রতিনিধি
|
![]() মঠবাড়িয়া পৌরসভার রাস্তায় সমবায় সমিতি ভবনের ট্যাংকির ময়লার কারণে জনদুর্ভোগ সরেজমিনে গিয়ে দেখা যায়, ময়লা পানি জমে থাকা ওই রাস্তার এক পাশে কিন্ডার গার্ডেন ও শের-ই-বাংলা পাঠাগার। আরেক পাশে মার্কেন্টাইল ব্যাংক। ৫শত ফুট লম্বা এ রাস্তাটিকে ঘিরে রয়েছে অর্ধ শতাধিক মানুষের বসবাস। রাস্তা সংলগ্ন খাস মহল লতীফ ইনষ্টিটিউশনের পতিত জমিতে বালু ভরাট করায় রাস্তাটি এখন বর্ষার পানিতে তলিয়ে যায়। ড্রেন না থাকায় পানি সরবরাহের বিকল্প কোন উপায় নেই। পৌর কর্তৃপ¶ রাস্তাটি মেরামত বা সংস্কার না করায় বর্ষার পানি জমে একদিকে যেমন কর্দমাক্ত হয়েছে অন্যদিকে ট্যাংকির ময়লা পানিতে অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হয়েছে। এ ব্যাপারে সমবায় সমিতির সহ-সভাপতি প্রভাষক শাকিল আহমেদ জানান,ট্যাংকিটি মাস তিনেক আগে মেরামত করা হয়েছিল। এখন আবার ঠিক করে দেওয়া হবে। তবে স্থানীয়দের দাবি ময়লার ট্যাংকি নিয়ে সমবায় সমিতির লোকজনের কোন মাথা ব্যাথা নেই। অবহেলা রয়েছে পৌর কর্তৃপ¶েরও। |
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |