ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৭ ফেব্রুয়ারি ২০২৫ ২৩ মাঘ ১৪৩১
সৎ মায়ের পরকীয়া সম্পর্ক জেনে ফেলায় আফরিনকে হত্যা : গ্রেফতার পরকিয়া প্রেমিক
ফাহিম ফরহাদ, গাজীপুর
প্রকাশ: Wednesday, 17 July, 2024, 6:14 PM
সর্বশেষ আপডেট: Wednesday, 17 July, 2024, 6:29 PM

সৎ মায়ের পরকীয়া সম্পর্ক জেনে ফেলায় আফরিনকে হত্যা : গ্রেফতার পরকিয়া প্রেমিক

সৎ মায়ের পরকীয়া সম্পর্ক জেনে ফেলায় আফরিনকে হত্যা : গ্রেফতার পরকিয়া প্রেমিক

সৎ মায়ের পরকীয়া সম্পর্ক জেনে ফেলায় ছয় বছর বয়সী শিশু আফরিন কে পানির ট্যাংকে ফেলে হত্যা করে পালিয়ে যায় পরকিয়া প্রেমিক সৎ মায়ের চাচাতো ভাই সোহাগ। মামলা দায়েরের দীর্ঘ ৭মাসের মাথায় গ্রেফতারের পর বেরিয়ে আসে এসব চাঞ্চল্যকর সব তথ্য।

জানা যায় আফরিনের বাবা মায়ের বনিবনা না হওয়ায় তাদের তালাক হয়। পরবর্তীতে আফরিনের বাবা দ্বিতীয় বিয়ে করেন। ছয় বছর বয়সী আফরিন মাঝে মাঝে তার বাবার বাড়িতে খেলাধুলা করতে যায়। এর ধারাবাহিকতায় গত ০৬ জানুয়ারি শনিবার সকাল ৯টায় আফরিন খেলাধুলা করতে পিতার পার্শ্ববর্তী বাসা কাফরুল থানাধীন সেনপাড়ার ২০৯/১ নং হোল্ডিংয়ের, টিনশেড বাড়ীতে যায়। একই দিন সকাল ১০টায় ওই বাসার ভাড়াটিয়া মহিলা শারমিন (২৫) ট্যাংকিতে পানি উঠাতে গিয়ে ট্যাংকির মধ্যে স্যান্ডেল ভাসতে দেখে  চিৎকার করে। 

চিৎকার শোনে বাসার একজন ভাড়াটিয়া লোক এগীয়ে এসে পানির টাংকিতে নেমে খোঁজ করে আফরিনকে পেয়ে ট্যাংকি থেকে তোলে তার বাবাকে সাথে নিয়ে দ্রুত শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে যান। পরে কর্তব্যরত ডাক্তার পরীক্ষ নিরীক্ষা শেষে আফরিনকে একইদিন বেলা পৌনে ১২টায় মৃত ঘোষনা করেন।

ঘটনার পর থেকে আফরিনের সৎ মা ফুলি বেগম সবসময় মনমরা থাকাবস্থায় আফরিনের বাবা মতিয়ার তাকে কারণ জিজ্ঞাসা করলে সে জানায়, গত শনিবার ০৬ জানুয়ারি সকাল ৯টার দিকে ফুলির ফুফাতো ভাই সোহাগ বাসায় এসে তাকে জরিয়ে ধরেছিলো, এসময় দেখে ফেলে শিশু আফরিন। ওই সময় ছোট্ট শিশু আফরিন পিতাকে ওই ঘটনা বলে দিবে বলে জানালে চাচাতো ভাই পরকিয়া প্রেমিক ও সৎ মা উভয়ে মিলে শিশু আফরিনকে একই দিন পৌনে ১০টার দিকে পানির ট্যাংকিতে ফেলে দেয়।

পরে এ ঘটনায় আফরিনের মা ঝিনাইদা জেলার মহেশপুর থানার সাড়াতলার আইনুর রহমানের মেয়ে সোনিয়া খাতুন বাদী হয়ে ডিএমপির কাফরুল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনাটি বিভিন্ন গণমাধ্যমেও উঠে আসলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরবর্তীতে এ হত্যাকান্ডের ঘটনায় জড়িত আসামীদেরকে গ্রেফতারের জন্য র‌্যাব-১ এর আভিযানিক দল বিষয়টি আমলে নিয়ে ছায়া তদন্ত শুরু করে এবং আসামী গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।

এর ধারাবাহিকতায় মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর ১টায় র‌্যাব-১ ও র‌্যাব-১০ এর যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, মামলার ২নং আসামী রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার বিলধামু এলাকার আব্দুল গফুর পুত্র সোহাগ (৩৫), জেলার বালিয়াকান্দি থানা এলাকায় অবস্থান করছে। ওই সংবাদের ভিত্তিতে র‌্যাবের যৌথ আভিযানিক দল ওই স্থানে অভিযান চালিয়ে আসামী সোহাগ (৩৫)’কে গ্রেফতার করে। 

সহকারি পুলিশ সুপার ও র‍্যাবের সহকারি মিডিয়া পরিচালক মাহফুজুর রহমান সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়। সেহাগ রাজধানীর বিআরপি ভাষানটেক এলাকায় অস্থায়ী বসবাস করতো। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার সোহাগ শিশু আফরিন-কে হত্যার ঘটনায় জড়িত ছিল মর্মে দোষ স্বীকার করায় তাকে আইনগত ব্যাবস্থা গ্রহণের জন্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে জানায় র‍্যাব।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ। কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status