কোটা সংস্কার আন্দোলনে নিহত পেকুয়ার ওয়াসিমের দাফন সম্পন্ন
এম.শিবলী সাদেক,পেকুয়া
প্রকাশ: Wednesday, 17 July, 2024, 4:51 PM
কোটা সংস্কার আন্দোলনে নিহত পেকুয়ার ওয়াসিমের দাফন সম্পন্ন
কোটা সংস্কার আন্দোলনে চট্টগ্রামে সংর্ঘষে নিহত ওয়াসিম আকরামের (২২) জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে।
নিহত ওয়াসিম আকরাম কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ বাজার পাড়ার সৌদি প্রবাসী শফিউল আলমের ছেলে।
বুধবার (১৭ জুলাই) ভোরে ওয়াসিমের মরদেহ তার গ্রামের বাড়িতে পৌঁছালে তার বাড়ি ও পুরো পেকুয়ায় এক হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। তার মা ভাই বোন ও আত্মীয়স্বজনেরা কান্নায় ভেঙে পড়েন। বেলা ১১ টায় মেহেরনামা উচ্চ বিদ্যালয়ের মাঠে ওয়াসিমের জানাজার নামাজে শোকার্ত মানুষের ঢল নামে, জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে চির নিদ্রায় শায়িত করা হয়। পারিবারিক সূত্রে জানা যায়, নিহত ওয়াসিম আকরাম, ২ ভাই ৩ বোনের মধ্যে ২য়। ২০১৭সালে কক্সবাজারের পেকুয়ার সদর ইউনিয়নের মেহেরনামা উচ্চবিদ্যালয় থেকে এসএসসি ও ২০১৯ সালে বাকলিয়া সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করার পর ওয়াসিম চট্টগ্রাম কলেজের সমাজ বিজ্ঞান বিভাগে অনার্সে ভর্তি হন। উল্লেখ্য, মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল ৩টার দিকে চট্টগ্রামের মুরাদপুর এলাকায় কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে তিনি নিহত হন।