ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৪ জানুয়ারি ২০২৫ ১০ মাঘ ১৪৩১
মাদ্রিদে চ্যাম্পিয়ন পার্টি, যা যা ছিল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 17 July, 2024, 3:12 PM

মাদ্রিদে চ্যাম্পিয়ন পার্টি, যা যা ছিল

মাদ্রিদে চ্যাম্পিয়ন পার্টি, যা যা ছিল

আক্ষেপ মিটে যাওয়ার কথা আলভারো মোরাতার। দেশটির সংবাদমাধ্যমে কটাক্ষের শিকার হন তিনি। দেশে সম্মান পান না– এমন মন্তব্য করেন। ওই মোরাতার হাতে এখন ইউরোর শিরোপা। তিনি শিরোপা উঁচিয়ে ধরেছেন, মাদ্রিদে শিরোপা হাতে বিমান থেকে সবার আগে নেমেছেন, বিশেষ জার্সি তুলে দিয়েছেন রাজা-রানীর হাতে। ভক্তরাও উচ্ছ্বাসে-উল্লাসে মাদ্রিদের বিখ্যাত প্লাজা ডি সিবেলসে বরণ করেছেন ইউরোপের সেরা হওয়া মোরাতা-কারভাহাল-ইয়ামালদের।

আকাশপথে বার্লিন থেকে মাদ্রিদের দূরত্ব বেশি নয়। রোববার রাতে ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়া স্পেন পরদিনই শিরোপা নিয়ে দেশে ফেরে। এর পর চ্যাম্পিয়ন দলের খেলোয়াড় ও কোচিং স্টাফদের অভিনন্দন জানাতে মাদ্রিদের জারজুয়েলা প্যালেসে স্বাগত জানান স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপে ও রানী লেতিজিয়া। ছিলেন বর্তমান যুবরাজও। 

সেখানে রাজকীয় সংবর্ধনা পান খেলোয়াড় ও কোচিং স্টাফরা। রাজা-রানীর হাতে সতীর্থদের স্বাক্ষর করা বিশেষ জার্সি তুলে দেন অধিনায়ক মোরাতা। সাদা জার্সির ওপর চতুর্থ ইউরো শিরোপার ‘চার’ লিখে রাজ পরিবারের সঙ্গে ফটোসেশন করেন তারা।

এর পর উদযাপন শুরু হয় ঐতিহাসিক সিবেলস স্কয়ারে। যে স্থানে রিয়াল মাদ্রিদের শিরোপা উদযাপন দেখেই অভ্যস্ত ভক্তরা। তবে স্পেনের বড় সব অর্জনেরও সাক্ষী এই প্লাজা। স্পেনের বিশ্বকাপ, ইউরো জয়ের উদযাপন হয়েছে এখানে। পূর্বের মতোই লাল রঙের ছাদখোলা বাসে চারপাশ ঘিরে ধরা ভক্তদের সঙ্গে শিরোপা উদযাপন করেন তরুণ দল নিয়ে ইউরো জেতা স্পেনের ফুটবলাররা। ভক্তদের শিরোপার আনন্দে মাতাতে ফুটবলারদের উল্লাসের কমতি ছিল না।

ছাদখোলা বাসে উদযাপন পর্ব সেরে ওলমো-রদ্রিরা সিবেলসের স্টেজে আসেন। সেখান কানফাটা সব গান আর আলোর মিছিলে যোগ দেন স্পেনের চ্যাম্পিয়ন ফুটবলাররা। কোচ লা ফুয়েন্তেকে কাঁধে তুলে উদযাপন করেন তারা। দানি কারভাহালকে জার্সি খুলে জাতীয় পতাকা কোমরে বেঁধে তাঁর চিরচেনা বুনো গোল উদযাপনের উল্লাস দেখান ভক্তদের। মাইক্রোফোন হাতে নিয়ে অন্যরাও নানাভাবে মাতান ভক্তদের। 

এর মধ্যে ছোট্ট দুই বিতর্কও আছে। স্পেনের প্রধানমন্ত্রী সানচেজের সঙ্গে করমর্দনের সময় তাঁর মুখের দিকে তাকাননি রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার কারভাহাল। আবার ম্যানসিটির মিডফিল্ডার রদ্রি মাইক্রোফোন হাতে নিয়েই স্প্যানিশে ‘জিব্রালটার’ স্লোগান দিতে থাকেন। জিব্রালটার ব্রিটিশ অধ্যুষিত অঞ্চল। তবে স্পেন মনে করে তা অবৈধভাবে দখল করা হয়েছে। স্প্যানিশদের এই উদযাপন চলবে আরও কয়েক দিন। এর পর ছুটি কাটিয়ে ক্লাব ফুটবলে ফিরবেন তারা।

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ। কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status