ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৯ এপ্রিল ২০২৫ ১৬ বৈশাখ ১৪৩২
বিয়ে নিয়ে যে উদ্যোগ নিলেন আমাদের মডেল-অভিনেত্রীরা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 16 July, 2024, 7:10 PM

বিয়ে নিয়ে যে উদ্যোগ নিলেন আমাদের মডেল-অভিনেত্রীরা

বিয়ে নিয়ে যে উদ্যোগ নিলেন আমাদের মডেল-অভিনেত্রীরা

‘স্বপ্নের সৌন্দর্যে আমি বিশ্বাসী, আমি নারী এই আদর্শে সফল উদ্যোক্তা গড়ার প্রতিশ্রুতি’ এমন স্লোগান সামনে রেখে যাত্রা শুরু করে বাংলাদেশ উইমেন ফ্যাশন ডিজাইনার সোসাইটি। বিডব্লিউএফডিএস সংগঠনটির মূল লক্ষ্য হচ্ছে ফ্যাশন ডিজাইনার ও দেশের বিভিন্ন সেক্টরে নারী উদ্যোক্তাদের একটি অবস্থান তৈরি করা।

এবার ভিন্নমাত্রায় আয়োজন নিয়ে হাজির হচ্ছে ‘দ্য শো স্টোপার’। এই যাত্রায় সংযোজিত হচ্ছে ব্যতিক্রমধর্মী একটি ইভেন্ট ‘ওয়েডিং ফেস্ট ২০২৪’।

আয়োজনকে ঘিরে এক সংবাদ সম্মেলন করেছে সংশ্লিষ্টরা। সোমবার (১৫ জুলাই) রাজধানীর গুলশানে এই উদ্যোগ নিয়ে বিস্তারিত জানানো হয়। উপস্থিত ছিলেন ফ্যাশন কোরিওগ্রাফার সৈয়দা রুমা, জনপ্রিয় অভিনেত্রী অহনা রহমানসহ আট নারী উদ্যোক্তা।

এ সময় সৈয়দ রুমা বলেন, ‘গল্পের ছলে আমাদের এ উদ্যোগ নেওয়া। প্রতিটি সেক্টরে নারীরা এখন অগ্রণী ভূমিকা রাখছে। নারীদের স্বাবলম্বী করে গড়ে তুলতেই এ উদ্যোগ।’

অহনা বলেন, ‘আমরা বিয়ে ছাড়াও বিভিন্ন ইভেন্ট করব। লাভ লোকসানের কথা না ভেবে এই উদ্যোগ নিয়েছি। ভালো কিছু করতে চাই। অনেক বছর ধরেই কাজ করছি। এরই মধ্যে অসংখ্য কাজ দর্শকদের উপহার দিয়েছি। এসময় এসে মনে হয়েছে অভিনয়ের পাশাপাশি ভিন্ন কিছু করা উচিত। সেই ভাবনা থেকে আমরা ১০ জন বন্ধু মিলে এই উদ্যোগ নিয়েছি।’

বাংলাদেশের বিয়ে নিয়ে ব্যতিক্রমধর্মী এই আয়োজন ‘ওয়েডিং ফেস্ট ২০২৪’ হতে যাচ্ছে আগামী ১ ও ২ নভেম্বর। আয়োজনটি হবে রাজধানীর তেজগাঁওর ‘আলোকি’ কনভেনশন হলে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status