ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২ ডিসেম্বর ২০২৪ ১৭ অগ্রহায়ণ ১৪৩১
সাদিক অ্যাগ্রোর বিরুদ্ধে দুদকের মামলা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 16 July, 2024, 2:37 PM

সাদিক অ্যাগ্রোর বিরুদ্ধে দুদকের মামলা

সাদিক অ্যাগ্রোর বিরুদ্ধে দুদকের মামলা

সাদিক অ্যাগ্রোর বিরুদ্ধে আমদানি নিষিদ্ধ ব্রাহমা জাতের গরু নিয়ে প্রাথমিক তদন্তের পর মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মামলায় সাদিক অ্যাগ্রোর মালিক ইমরান হোসেনসহ সাত জনকে আসামি করা হয়েছে।

মঙ্গলবার দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

দুদক সূত্রে জানা যায়, গত ৩ জুলাই মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকার খামার থেকে ব্রাহমা জাতের ছয়টি গরু জব্দ করা হয়। গরুর গায়ে থাকা কোড নম্বর দেখে নিশ্চিত হওয়া যায়, এগুলো ২০২১ সালে বিমানবন্দরে জব্দ হওয়া ১৮টি গরুর ছয়টি। প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা উপেক্ষা করে নথিপত্র জালিয়াতি করে এসব গরু আমদানি করেছিল সাদিক অ্যাগ্রো। বৈধতা না থাকায় ২০২১ সালে বিমানবন্দর কাস্টমস গরুগুলো জব্দ করে এবং পরে সাভারের সরকারি গো-প্রজনন কেন্দ্রে পাঠায়। সেখান থেকে কারসাজি করে ইমরান গরুগুলো নিজের খামারে নিয়ে আসেন।

সরকারি নিষেধাজ্ঞা না মেনে খামারে এই গরুর প্রজনন ঘটায় সাদিক অ্যাগ্রো। এটি ধরা পড়ে দুদকের গত ১ জুলাইয়ের অভিযানে। সেখানে সাতটি ব্রাহমা জাতের বাছুর উদ্ধার করা হয়, যা সাদিক অ্যাগ্রোর অবৈধ প্রজননের প্রমাণ। এই ঘটনায় সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status