কোটাবিরোধী আন্দোলনে আজ দুপুর থেকেই দফায় দফায় শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়ায় ঢাবি ছাত্রলীগসহ সংগঠনটির ঢাকা মহানগরের বিভিন্ন ইউনিট। বিকেলের দিকে সংঘর্ষ কিছুটা কমলেও সন্ধ্যায় ঢাকা মেডিকেল এলাকায় ফের সংঘর্ষে জড়ায় ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীরা। বিকেল সাড়ে ৫টার দিকে ঢামেকের জরুরি বিভাগে শিক্ষার্থীদের ওপর হামলা চালানোর অভিযোগ ওঠে ছাত্রলীগের বিরুদ্ধে।
সোমবার (১৫ জুলাই) সন্ধ্যা পৌনে ৭টার দিকে ফের ঢামেক এলাকায় সংঘর্ষ শুরু হয়। এর আগে সাধারণ শিক্ষার্থীদের টিএসসি ও শাহবাগ এলাকায় অবস্থান নিতে দেখা যায়।
এর আগে কার্জন হল এলাকার মারামারিতে ছাত্রলীগের নেতৃত্ব দেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।
এর আগে বিকেল ৩টার দিকে প্রথম দফায় সংঘর্ষে জড়ান আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতাকর্মীরা। সেসময় ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়, আবাসিক হল, মহানগর উত্তর ও দক্ষিণ এবং কেন্দ্রীয় কমিটির নেতারা রড, লাঠি, লোহার পাইপ, বাঁশ, হকিস্টিক, স্ট্যাম্প নিয়ে হামলায় অংশ নেন।