ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৮ ফেব্রুয়ারি ২০২৫ ২৫ মাঘ ১৪৩১
কোপার ফাইনালে কেন অঝোরে কাঁদলেন মেসি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 15 July, 2024, 1:48 PM

কোপার ফাইনালে কেন অঝোরে কাঁদলেন মেসি

কোপার ফাইনালে কেন অঝোরে কাঁদলেন মেসি

লিওনেল মেসিকে হয়ত আপনি দুয়েকবার ফুটবল মাঠে কাঁদতে দেখেছেন। ২০১৬ কোপার ফাইনাল হারের পর মেসির কান্নার দৃশ্য নিশ্চয়ই আপনি ভুলে যাননি। তবে এবার কোপা জয়ের ম্যাচেও সাইড বেঞ্চে কেঁদে বুক ভাসিয়েছেন মেসি।

মূলত চোটের কারণে ম্যাচের ৬৬ মিনিটে মেসিকে তুলে নেন কোচ লিওনেল স্কালোনি। হয়ত ক্যারিয়ারের শেষ মেগা টুর্নামেন্টের ফাইনালে এভাবে চোটের কারণে খেলা না চালিয়ে যেতে পারার বেদনা গ্রাস করেছিল তাকে। তাই সাইড বেঞ্চে বসে অশ্রু সংবরণ করতে পারেননি আর্জেন্টিনা অধিনায়ক।

কলম্বিয়ার বিপক্ষে ফাইনালের প্রথমার্ধে ডান পায়ে চোট পেয়েছিলেন মেসি। প্রতিপক্ষের ফুটবলার সান্তিয়াগো আরিয়াসের সঙ্গে সংঘর্ষে পায়ে আঘাত পান। তখনই মাটিতে পড়ে যান মেসি। দলের চিকিৎসকদের প্রাথমিক শুশ্রূষার পর উঠে দাঁড়িয়েছিলেন।

কিন্তু পায়ের চোট যে তখনো পুরোপুরি ঠিক হয়নি। দ্বিতীয়ার্ধের ৬৪ মিনিটে হঠাৎ ব্যথায় কাতর মেসিকে মাঠে বসে পড়তে হয়। এর মিনিট দুয়েক পর তাকে তুলে নিয়ে নিকোলাস গঞ্জালেজকে মাঠে নামান স্কালোনি।

কেঁদে মাঠ ছাড়লেও শেষবেলায় মেসির মুখে হাসি এনে দেন লাউতারো মার্টিনেজ। ১১২ মিনিটে তার দেওয়া একমাত্র গোলেই যে টানা দ্বিতীয়বার কোপা জয় করে আর্জেন্টিনা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ। কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status