পরিবারকে বাঁচাতে গিয়ে মৃত্যু হয় ট্রাম্পের সেই সমর্থকের
নতুন সময় ডেস্ক
|
পরিবারকে বাঁচাতে গিয়ে মৃত্যু হয় ট্রাম্পের সেই সমর্থকের আমেরিকার পেনসিলভানিয়ায় নির্বাচনী সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর বন্দুক হামলায় হামলাকারীসহ দুজন নিহত হন। এরমধ্যে একজন ছিলেন ট্রাম্পের সমর্থক কোরি কমপারেটর। ৫০ বছর বয়সী এই ব্যক্তি পরিবার নিয়ে এসেছিলেন ওই সমাবেশে। হামলার সময় পরিবারকে বাঁচাতে গিয়ে নিহত হন এই দমকল কর্মী। বার্তা সংস্থার এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। পেনসিলভানিয়ার গভর্নর জোশ শাপিরো জানান, কোরি ট্রাম্পের পাঁড় সমর্থক ছিলেন। যিনি তাঁর কমিউনিটি এবং বিশেষ করে পরিবারকে ভালোবাসতেন। কোরির মেয়ে অ্যালিসন তাঁর ফেসবুক পোস্টে লেখেন, ‘গণমাধ্যম আপনাকে বলবে না যে একজন বাস্তব নায়কের মৃত্যু হয়েছে। তিনি আমার মা এবং আমাকে মাটিতে ফেলে দিয়েছিলে। সেইসঙ্গে বুলেট থেকে আমার শরীরকে রক্ষা করেছিলেন।’ এদিকে হামলার পর আইনশৃঙ্খলা বাহিনীর স্নাইপারের গুলিতে নিহত হন হামলাকারী টমাস ম্যাথিউ ক্রুকস। স্থানীয় সময় শনিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে আমেরিকার পেনসিলভানিয়ায় নির্বাচনী সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর বন্দুক হামলা চালানো হয়। গুলিতে ট্রাম্পের কান ফুটো হয়ে যায়। কার্যত এই হামলায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিনি। প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি জানিয়েছেন, তিনি একটি ভবনের ছাদে হামাগুড়ি দিতে দেখেছিলেন একজনকে। তাঁর হাতে রাইফেলও দেখেছিলেন তিনি। নিরাপত্তা বাহিনীকে সতর্ক করার আগেই ট্রাম্পকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকেন ওই হামলাকারী। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন বলছে, ৪০০ থেকে ৫০০ ফুট দূর থেকে ট্রাম্পের ওপর হামলা করা হয়। উল্লেখ্য, আসন্ন ৫ নভেম্বর আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের ভোট হবে। এমন মুহূর্তে রিপাবলিকান প্রার্থী ট্রাম্পের ওপর হামলার ঘটনা রাজনীতির মাঠে উদ্বেগ বাড়াল। |
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |