ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২ ডিসেম্বর ২০২৪ ১৭ অগ্রহায়ণ ১৪৩১
নগরকান্দায় পাট চাষীদের কপালে চিন্তার ভাজ, কমে যাচ্ছে পাট চাষ
সেক মোহাম্মদ আফজাল,ফরিদপুর
প্রকাশ: Monday, 24 June, 2024, 4:14 PM

নগরকান্দায় পাট চাষীদের কপালে চিন্তার ভাজ, কমে যাচ্ছে পাট চাষ

নগরকান্দায় পাট চাষীদের কপালে চিন্তার ভাজ, কমে যাচ্ছে পাট চাষ

পাটকে বাংলাদেশর স্বর্নসূত্র বলা হলেও পাট চাষ থেকে মুখ ফিরিয়ে নিতে বাধ্য হচ্ছে ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার কৃষকেরা। 

পাট উৎপাদনের দিক থেকে দেশে ফরিদপুরের স্থান এক নম্বরে। ফরিদপুরে উন্নতজাতের পাট উৎপন্ন হয় বলে এ জেলা কে ‘পাটের রাজধানী’ও বলা হয়। কিন্তু কাঙ্খিত দাম না পাওয়ায় চাষিদের মনে নেমে এসেছে এ চাষের প্রতি চরম অনিহা।ফলে কৃষকদের মধ্যে সৃষ্টি হয়েছে চরম হতাশা।

গত দুই বছরে আবহাওয়া চরম খারাপ অবস্থার কারনে পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি এবং বর্ষার পানি না হওয়ার ফলে পাট (জাগ দেওয়া)  পচানো খুবই কষ্টকর হয়েছে এবং অতিরিক্ত খরচ বহন করতে হয়েছে যে পরিমাণ খরচ হয়েছে তার এক তৃতীয়াংস কৃষকের ঘরে আসেনি। এবছর ২০২৪ সালেও আবহাওয়ার একই অবস্থা যার কারনে বড় ধরনের লোকসানে পড়বে বলে জানিয়েছেন পাট চাষীরা, তাদের কপালে চিন্তার ভাজ দেখা যাচ্ছে।

তবে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তিলক কুমার ঘোষ বলছেন পাট উৎপাদন কম হলেও বাড়ছে ভুট্টা, তিল ও পিঁয়াজের উৎপাদন।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত বছরের উপজেলায় পাট উৎপাদন হয়েছিল ১১ হাজার ৭শো ৪ হেক্টর জমিতে। এ বছর উপজেলায় প্রায় ১১ হাজার ৪ শো ৩৬ হেক্টর জমিতে পাটের আবাদ করা হয়েছে। যা কত বছরের তুলনায় এবছরে ৩.৫০ শতাংশ চাষবাদ কমেছে।

তবে কৃষি দপ্তর বলছেন বাড়ছে ভুট্টা, তিল ও পিঁয়াজ চাষ।এদিকে বাজারে জুড়ে পলিব্যাগের ব্যবহার ক্রেতা বিক্রেতা বলছেন পাট পণ্যের দাম বাড়ায় এগুলো কেনারা আগ্রহ কম।

তবে এ বছরের মৌসুমের শুরুতেই তীব্র তাপ প্রবাহ খরা দেখা দেওয়ায়, পাট চাষের ঘাটতি দেখা দেয়। কোথায় কোথাও জমিতে পানির অভাবে পাট মারা গেছে। তাই চলতি মৌসুমে পাট চাষে উপজেলায় কম হয়েছে। অন্য ফসলের তুলনায় পাট চাষের খরচ বেশি। অনেকেই এ চাষের প্রতি আগ্রহ হারাচ্ছেন।

তবে পাট সংশ্লিষ্টরা বলছেন পাট শিল্পের সুদিন ফেরাতে পাট জাত পণ্যের ব্যবহার জনগণকে উদ্বুদ্ধ করতে প্রয়োজন সমন্বিত পদক্ষেপ।

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status