ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৯ মার্চ ২০২৫ ৪ চৈত্র ১৪৩১
কুরবানী নিয়ে ফেসবুকে বিরূপ মন্তব্য করায় যুবক আটক
নুর-আমিন,খানসামা
প্রকাশ: Sunday, 23 June, 2024, 8:28 PM

কুরবানী নিয়ে ফেসবুকে বিরূপ মন্তব্য করায় যুবক আটক

কুরবানী নিয়ে ফেসবুকে বিরূপ মন্তব্য করায় যুবক আটক

পবিত্র ঈদ-উল-আযহা'র কুরবানীকে নিয়ে ফেসবুকে বিরূপ মন্তব্য করায় দিনাজপুরের খানসামায় প্রশান্ত রায় ওরফে (গনেশ রায়) নামে এক মোবাইল মেকানিক যুবককে গ্রেফতার করে করা হয়েছে।

রবিবার (২৩ জুন) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাহারুল ইসলাম।

জানা গেছে, উপজেলার পাকেরহাটে মোবাইল মেকানিক সামাজিক যোগাযোগ মাধ্যম তার নিজস্ব ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে গত (১৭ জুলাই) তিনি লিখেন, 'রাক্ষসের ন্যায় দয়ামায়াহীন ,,,,,, এত জীব হত্যা,,,,,, যুদ্ধের মতো রক্তের বন্যাবয়ে যাচ্ছে,,,, এটা কি করে ধর্ম হতে পারে,,,,,,

বিষয়টি ফেসবুকে ভাইরাল হওয়ার সাথে সাথে উপজেলা জুড়ে বিভিন্ন ফেসবুক আইডিতে এর প্রতিবাদ ও তাকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক দাবি জানায় ধর্মপ্রাণ মুসলিমরা। পরবর্তীতে প্রশান্ত রায় পোস্টটি রিমুভ করে দিয়ে ক্ষমা চেয়ে আরও একটি ভিডিও পোস্ট দেন। এ ঘটনায় উপজেলা জুড়ে মুসলিম সম্প্রদায়ের মধ্যে উত্তোজনা ও ব্যাপক ক্ষোভের সৃষ্টি হলে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন ধর্মপ্রাণ মুসলমানরা। এমনকি এই ঘটনায় রবিবার (২৩ জুন) আসরের নামাজের পর ওই যুবককে গ্রেফতারের দাবীতে উপজেলার পাকেরহাটের শাপলা চত্ত্বরে একটি প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করে উপজেলার সকল মুসলিম জনতা। পরে সেই কটুক্তিকারীকে আটকের ঘটনায় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলটি স্থগিত করেন আয়োজকরা।

এ বিষয়ে খানসামা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাহারুল ইসলাম বলেন, ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অপরাধে ওই যুবককে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে সাইবার সিকিউরিটি আইনে মামলা হয়েছে। সোমবার (২৪ জুন) তাকে জেল হাজতে প্রেরন করা হবে। ভবিষ্যতে এ ধরনের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে মর্মে কেউ উসকানিমূলক পোস্ট দিলে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status