জানা গেছে, উপজেলার পাকেরহাটে মোবাইল মেকানিক সামাজিক যোগাযোগ মাধ্যম তার নিজস্ব ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে গত (১৭ জুলাই) তিনি লিখেন, 'রাক্ষসের ন্যায় দয়ামায়াহীন ,,,,,, এত জীব হত্যা,,,,,, যুদ্ধের মতো রক্তের বন্যাবয়ে যাচ্ছে,,,, এটা কি করে ধর্ম হতে পারে,,,,,,
বিষয়টি ফেসবুকে ভাইরাল হওয়ার সাথে সাথে উপজেলা জুড়ে বিভিন্ন ফেসবুক আইডিতে এর প্রতিবাদ ও তাকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক দাবি জানায় ধর্মপ্রাণ মুসলিমরা। পরবর্তীতে প্রশান্ত রায় পোস্টটি রিমুভ করে দিয়ে ক্ষমা চেয়ে আরও একটি ভিডিও পোস্ট দেন। এ ঘটনায় উপজেলা জুড়ে মুসলিম সম্প্রদায়ের মধ্যে উত্তোজনা ও ব্যাপক ক্ষোভের সৃষ্টি হলে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন ধর্মপ্রাণ মুসলমানরা। এমনকি এই ঘটনায় রবিবার (২৩ জুন) আসরের নামাজের পর ওই যুবককে গ্রেফতারের দাবীতে উপজেলার পাকেরহাটের শাপলা চত্ত্বরে একটি প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করে উপজেলার সকল মুসলিম জনতা। পরে সেই কটুক্তিকারীকে আটকের ঘটনায় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলটি স্থগিত করেন আয়োজকরা।
এ বিষয়ে খানসামা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাহারুল ইসলাম বলেন, ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অপরাধে ওই যুবককে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে সাইবার সিকিউরিটি আইনে মামলা হয়েছে। সোমবার (২৪ জুন) তাকে জেল হাজতে প্রেরন করা হবে। ভবিষ্যতে এ ধরনের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে মর্মে কেউ উসকানিমূলক পোস্ট দিলে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।