ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৭ ফেব্রুয়ারি ২০২৫ ২৩ মাঘ ১৪৩১
চাটখিলে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রুবেল হোসেন, চাটখিল
প্রকাশ: Sunday, 23 June, 2024, 7:39 PM

চাটখিলে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

চাটখিলে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চাটখিলে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা ও আনন্দ মিছিলের আয়োজন করেছে চাটখিল উপজেলা আওয়ামী লীগ। রবিবার (২৩ জুন) বিকেলে চাটখিল কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গনে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. বেলায়েত হোসেনের সভাপতিত্বে প্রথমে কেক কাটা কর্মসূচি পালিত হয়। এসময় উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক নাজমুল হুদা শাকিল, যুগ্ম সাধারন সম্পাদক মোহাম্মদ উল্ল্যাহ পাটোয়ারী সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে চাটখিল বাজারের প্রধান সড়কে এক আনন্দ মিছিল বের করা হয়।

মিছিলে অংশ গ্রহন করেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি জাহাঙ্গীর আলম দুলাল, এস.এম বাকী বিল্লাহ, সাবকে যুগ্ম সাধারন সম্পাদক সৈয়দ মাহমুদ হোসেন তরুণ, চাটখিল পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম সুমন চৌধুরী, সাবেক সভাপতি বজলুল রহমান লিটন, বিআরডিবি’র চেয়ারম্যান মিজানুর রহমান, উপজেলা ছাত্র লীগের যুগ্ম সাধারন সম্পাদক রাহাত গাজী সহ ছাত্র লীগ, যুব লীগ ও সহযোগী সকল সংগঠনের নেতাকর্মী।

মিছিল শেষে সংক্ষিপ্ত আলোচনায় উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মো. বেলায়েত হোসেন বলেন, এদেশের বৃহত্তম ও সর্ব প্রাচীন ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠন হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। গত সাড়ে সাত দশক ধরে আওয়ামী লীগের পথচলা ছিল গৌরবোজ্জ্বল। দীর্ঘ এই পথচলায় সংগঠনটি বাঙালি জাতির অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে সকল প্রতিবন্ধকতা জয় করে এশর পর এক সাফল্য অর্জন করেছে। তিনি আগামী দিনে সকল আন্দোলন সংগ্রামে অতিতের মত আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ ভূমিকা পালনের আহ্বান জানান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ। কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status