রাঙ্গুনিয়া উপজেলা উত্তর যুবসেনার অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 22 June, 2024, 2:09 PM
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা উত্তর বাংলাদেশ ইসলামী যুবসেনা'র ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন, অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(২২জুন) সকাল ১০টায় মোগলেরহাট তৈয়্যবিয়া তাহেরিয়া মির্জা হোসাইনিয়া সুন্নিয়া মাদ্রাসা'র হলে উপজেলা উত্তর যুবসেনার সভাপতি মুহাম্মদ শহিদুল ইসলাম খোকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এইচ এম তারেক হোসাইন ও অনুষ্ঠানের আয়োজন কমিটির সচিব জামাল উদ্দিনের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি'র বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মুহাম্মদ তৈয়ব আলী, উদ্বোধক ছিলেন উপজেলা ইসলামী ফ্রন্টের সাবেক সভাপতি অধ্যক্ষ আজিজুল হক আলকাদেরী।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবসেনার সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ইশতিয়াক রেজা। সংবর্ধীয় অতিথি ছিলেন উপজেলা ইসলামী ফ্রন্টের সভাপতি মুহাম্মদ করিম উদ্দিন হাসান, সাধারণ সম্পাদক মুহাম্মদ মাহমুদুর রশিদ মাসুদ, দক্ষিণ মধ্যম যুবসেনার সভাপতি মুহাম্মদ আরিফুল রহমান রাশেদ, সাধারণ সম্পাদক আব্দুর শাকুর। বিশেষ অতিথি ছিলেন লালানগর ইউনিয়ন সদস্য মুহাম্মদ জাহাঙ্গীর আলম, উপজেলা ইসলামী ফ্রন্টের সহ-সভাপতি কাজী মুহাম্মদ আইয়ুব, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ছানাউল্লাহ, উপজেলা উত্তর ছাত্রসেনার সাবেক সভাপতি মুহাম্মদ দিদারুল আলম, এম শহিদুল আলম, হাফেজ মুহাম্মদ আনোয়ার, ইদ্রিস মিয়া সুমন নঈমী, মিজানুর রহমান মাসুদ, আশেকে মোস্তফা দিদার, আজিম উদ্দিন তালুকদার, সাদ্দাম হোসেন, মাওলানা সাইদুল হক, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রসেনার সহ-সভাপতি মুহাম্মদ আব্দুল খালেক, উপজেলা উত্তর ছাত্রসেনার সভাপতি জয়নাল আবেদীন, দক্ষিণ মধ্যমের সভাপতি শাহে এমরান রনি প্রমুখ।