আনারের মেয়ে ডরিন যে কারণে যাননি কলকাতায়
নতুন সময় প্রতিবেদক
|
![]() আনারের মেয়ে ডরিন যে কারণে যাননি কলকাতায় জানা গেছে, কলকাতায় যাওয়ার জন্য হত্যাকাণ্ডের পরপরই ভিসার জন্য আবেদন করেন ডরিন। বেশ কয়েকদিন ঘুরে ভিসা পেয়েছেন। কিন্তু তিনি এখনো যাননি কলকাতায়। কেন যাননি এই বিষয়ে জানতে চাইলে ডরিন কিছুদিন আগে গণমাধ্যমকে বলেন, কলকাতা পুলিশ যেতে বললে তিনি যাবেন। আনারের ব্যক্তিগত সহকারী আব্দুর রউফ বলেন, এমপির পরিবারের তিন সদস্য ও তিনি ভারত যাওয়ার প্রস্তুতি নিয়েছেন। গত ২৪ মে থেকে তারা ভিসা পাওয়ার চেষ্টা করছিলেন। কিন্তু ভিসা পাওয়া গেছে কিছুদিন আগে। এদিকে আনার খুন হয়েছেন জানানো হলেও তার মরদেহ এখনো খুঁজে পাওয়া যায়নি। গুম করার জন্য মরদেহ টুকরো টুকরো করার কথা বলা হয়েছে। কিছু মাংসখণ্ড, হাড় উদ্ধার করে পরীক্ষাগারে পাঠানো হয়েছে। তবে এতদিনেও জানা যায়নি এসব আলমত আনারের কি-না। এছাড়া খুনের পেছনে থাকা মূল পরিকল্পনাকারী কারা, সেটা কবে জানা যাবে বা আদৌ জানা যাবে কি-না তা নিয়েও সংশয় তৈরি হয়েছে বলে জানিয়েছেন আনারের মেয়ে ডরিন।
|
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |