ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৭ ফেব্রুয়ারি ২০২৫ ২৩ মাঘ ১৪৩১
আনারের মেয়ে ডরিন যে কারণে যাননি কলকাতায়
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 21 June, 2024, 12:33 PM
সর্বশেষ আপডেট: Friday, 21 June, 2024, 11:44 PM

আনারের মেয়ে ডরিন যে কারণে যাননি কলকাতায়

আনারের মেয়ে ডরিন যে কারণে যাননি কলকাতায়

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজীম আনার খুনের ঘটনায় তার ছোট মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনের ভারতের ভিসা পেতে দেরি হয়। সম্প্রতি তিনি ভিসা পেলেও এখনও কলকাতায় যাননি। 

জানা গেছে, কলকাতায় যাওয়ার জন্য হত্যাকাণ্ডের পরপরই ভিসার জন্য আবেদন করেন ডরিন। বেশ কয়েকদিন ঘুরে ভিসা পেয়েছেন। কিন্তু তিনি এখনো যাননি কলকাতায়। 

কেন যাননি এই বিষয়ে জানতে চাইলে ডরিন কিছুদিন আগে গণমাধ্যমকে বলেন, কলকাতা পুলিশ যেতে বললে তিনি যাবেন। 

আনারের ব্যক্তিগত সহকারী আব্দুর রউফ বলেন, এমপির পরিবারের তিন সদস্য ও তিনি ভারত যাওয়ার প্রস্তুতি নিয়েছেন। গত ২৪ মে থেকে তারা ভিসা পাওয়ার চেষ্টা করছিলেন। কিন্তু ভিসা পাওয়া গেছে কিছুদিন আগে।

এদিকে আনার খুন হয়েছেন জানানো হলেও তার মরদেহ এখনো খুঁজে পাওয়া যায়নি। গুম করার জন্য মরদেহ টুকরো টুকরো করার কথা বলা হয়েছে। কিছু মাংসখণ্ড, হাড় উদ্ধার করে পরীক্ষাগারে পাঠানো হয়েছে। তবে এতদিনেও জানা যায়নি এসব আলমত আনারের কি-না। 

এছাড়া খুনের পেছনে থাকা মূল পরিকল্পনাকারী কারা, সেটা কবে জানা যাবে বা আদৌ জানা যাবে কি-না তা নিয়েও সংশয় তৈরি হয়েছে বলে জানিয়েছেন আনারের মেয়ে ডরিন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ। কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status