ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৭ এপ্রিল ২০২৫ ১৪ বৈশাখ ১৪৩২
সোনারগাঁয়ে প্রতিবন্ধী যুবতী অন্তঃসত্ত্বা যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
তৌরব হোসেন,সোনারগাঁ
প্রকাশ: Wednesday, 19 June, 2024, 9:19 PM

সোনারগাঁয়ে প্রতিবন্ধী যুবতী অন্তঃসত্ত্বা যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

সোনারগাঁয়ে প্রতিবন্ধী যুবতী অন্তঃসত্ত্বা যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের চরাঞ্চল নুনেরটেক এলাকায় এক প্রতিবন্ধী যুবতীকে (২৭) একাধিকবার ধর্ষণ করে ৫ মাসের অন্তঃসত্ত্বা করার অভিযোগ উঠেছে একই এলাকার কামাল (৪০) নামে এক যুবকের বিরুদ্ধে।

ধর্ষক স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় ধর্ষিতার অসহায় বাবা থানায় লিখিত অভিযোগ না দেওয়ায় কোনো আইনি ব্যবস্থাও নেয়নি পুলিশ।


অভিযুক্ত ধর্ষক কামাল (৪০) উপজেলার চরাঞ্চল নুনেরটেক এলাকার পশ্চিমপাড়া ডিয়ারা গ্রামের মৃত কাবিল হোসেনের ছেলে।

স্থানীয় ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ভুক্তভোগী বুদ্ধি প্রতিবন্ধীর বাবা একজন জেলে। নানির বাড়িতেই সে বড় হয়। বুদ্ধিপ্রতিবন্ধী হওয়ায় পাশের বাড়ির মৃত কাবিল মিয়ার ছেলে কামাল (৪০) গত ৩ বছর পূর্বে একাধিকবার ধর্ষণ করে অন্তঃসত্ত্বা করলে স্থানীয় ব্যক্তিবর্গ বিষয়টি ধামাচাপা দিয়ে উপজেলার স্থানীয় একটি হাসপাতালে গর্ভপাত করায়। এ ঘটনার সুষ্ঠু বিচার না হওয়ায় এ ঘটনার পুনরাবৃত্তি ঘটে। ওই ভুক্তভোগী এখন ৫ মাসের অন্তঃসত্ত্বা।

ভুক্তভোগী অভিযোগ, তার বাবা ও ভাই রাতে বাসায় না থাকার সুযোগে কামাল বাসায় ঢুকে তাকে একাধিকবার ধর্ষণ করেছে। এর আগে দুইবার অন্তঃসত্ত্বা করেছে। দুইবারই স্থানীয়দের প্রভাবের কারণে অভিযুক্ত কামাল ও তার বউ উপজেলার একটি বেসরকারি হাসপাতালে গর্ভপাত করায়। এবারও তাকে ধর্ষণ করে অন্তঃসত্ত্বা করেছে।

ভুক্তভোগীর ছোট ভাই ওয়াসীম জানান, পরিবারের স্বচ্ছলতার জন্য সে এবং তার বাবা রাতে নদীতে মাছ ধরতে যায়। এ সুযোগে পাশের বাড়ির কামাল তার বোনকে ধর্ষণ করে অন্তঃসত্ত্বা করে। কিন্তু স্থানীয়দের প্রভাবের কারণে এবং তাদের হুমকি প্রদান করে গোপনে গর্ভপাত করায়। আবারও এ ঘটনার পুনরাবৃত্তি ঘটিয়ে তার বোনকে এবার ৫ মাসের অন্তঃসত্ত্বা করে সেই ধর্ষণকারী কামাল(৪০)।

তিনি আরও জানান, যেহেতু তারা (ভুক্তভোগী) নানির বাসায় থাকে, সেহেতু স্থানীয়দের প্রভাবের কারণে তারা এলাকায় তার বোনকে নিয়ে মামার বাসায় মানবেতর জীবনযাপন করছে। এ ঘটনায় তারা সুষ্ঠু বিচার দাবি করেছেন

ভুক্তভোগীর ভাবী জানান, মেয়েটি বুদ্ধিপ্রতিবন্ধী ও অসহায় পরিবারের হওয়ায় এলাকার স্থানীয় ব্যক্তিরা তাদের কোনো সহযোগিতা করছে না। তারা ধর্ষণকারী কামালের পক্ষ নিয়ে বিভিন্ন হুমকি ধামকি দিচ্ছে। তারা এখন অসহায় মেয়েটিকে নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন।

অভিযুক্ত ধর্ষক কামাল বলেন, আমি একজন জেলে। আমার ধর্ষণের বিষয়টি মিথ্যা ও বানোয়াট। আমি এই অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নই।

এ ব্যাপারে সোনারগাঁ থানার পরিদর্শক (ওসি) মহসিন মিয়া জানান, এ বিষয়ে থানায় এখন পর্যন্ত কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status