ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২ নভেম্বর ২০২৪ ১৭ কার্তিক ১৪৩১
ব্যাটারদের উদ্দেশে তামিমের যে পরামর্শ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 18 June, 2024, 11:22 PM

ব্যাটারদের উদ্দেশে তামিমের যে পরামর্শ

ব্যাটারদের উদ্দেশে তামিমের যে পরামর্শ

নেপালকে হারিয়ে সুপার এইট তো নিশ্চিত করেছে বাংলাদেশ, তবে দুশ্চিন্তা কমছে না ব্যাটিং নিয়ে। দীর্ঘ সময় ধরে বাংলাদেশের ব্যাটিংয়ে নেই কোনো ধারাবাহিকতা। ক্রমাগত ব্যর্থতার পরিচয় দিয়ে যাচ্ছেন ব্যাটাররা। কিংসটাউনের আর্নোস ভেল স্টেডিয়ামে সোমবার যেমন মাত্র ১০৬ রানে শেষ বাংলাদেশ। পুরো ২০ ওভার টিকতে পারেনি দল, সর্বোচ্চ রান সাকিব আল হাসানের। সেটিও মাত্র ১৭!

সুপার এইটে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ভারত ও আফগানিস্তান। ১৭ বছর পর শেষ আটে ওঠা বাংলাদেশকে সেমি ফাইনাল খেলতে হলে শুধু বোলিংয়ের ওপর ভরসা করলে চলবে না। বড় ম্যাচে একটি ভালো ইনিংস গড়ে দিতে পারে পার্থক্য। অথচ, তার আগে গ্রুপপর্বের চার ম্যাচ শেষে টপ অর্ডারের অবস্থা হতশ্রী। তানজিদ তামিমের রান ৪৭, লিটন দাসের ৫৬, অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ২৬! 

এমন অবস্থা থেকে ব্যাটারদের বের হয়ে আসার তাগিদ দিলেন তামিম ইকবাল। দেশসেরা ওপেনার তামিম জানালেন, ব্যাটারদের কাজ করতে হবে তাদের ব্যাটিং নিয়ে। আরও ভালো করার চেষ্টা করতে হবে। ইএসপিএনের ম্যাচ পরবর্তী শো আউটে আজ এসব কথা বলেন তামিম।

তিনি বলেন, ‘পুরো বিশ্বকাপেই ব্যাটিংটা বেশ কঠিন মনে হচ্ছে। এমন অবস্থা থেকে আমাদের ব্যাটারদের বের হতে হবে। কাজ করতে হবে তাদের ব্যাটিং নিয়ে। আরও ভালো কিছু করার চেষ্টা করতে হবে। আমাদের ব্যাটাররা সবাই চমৎকার। কেবল নিজেদের একটু সময় দিতে হবে।’

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status