ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২০ মার্চ ২০২৫ ৬ চৈত্র ১৪৩১
গাজায় কোকা-কোলার ফ্যাক্টরি, মালিক কে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 17 June, 2024, 10:36 AM

গাজায় কোকা-কোলার ফ্যাক্টরি, মালিক কে

গাজায় কোকা-কোলার ফ্যাক্টরি, মালিক কে

গাজায় ফিলিস্তিনিদের ওপর চলছে ইসরায়েলের গণহত্যার। তারই জেরে বৈশ্বিক কোমল পানীয় ব্র্যান্ড কোকা-কোলার সঙ্গে ইসরায়েলের সংশ্লিষ্টতার অভিযোগ তুলে কোকা-কোলা বয়কটের ডাক দিয়েছেন অনেকেই। এ অবস্থায় ইসরায়েলের সঙ্গে দূরত্ব বজায় রাখা এবং বিশ্বব্যাপী ফিলিস্তিনপন্থীদের সহানুভূতি আদায়ের জন্যও কোকা-কোলা বলছে যে, ফিলিস্তিনের গাজা উপত্যকায় তাদের ফ্যাক্টরি আছে।


মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য নিউ আরবে ২০১৬ সালের ১ ডিসেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছিল অবরুদ্ধ গাজা উপত্যকায় কোকা-কোলার ফ্যাক্টরির কাজ শুরুর খবর। সেখানে বলা হয়, ২০১৬ সালের ৩০ নভেম্বর কোকা-কোলা আনুষ্ঠানিকভাবে গাজায় তাদের ফ্যাক্টরি চালু করেছে। এর মাধ্যমে ছিটমহলটিতে শত শত কর্মসংস্থান সৃষ্টির কথাও বলা হয়েছিল।


কোকা-কোলা বোতলজাতকরণের জন্য প্রতিষ্ঠিত ফ্যাক্টরিটি এর কয়েক মাস আগে থেকেই চালু থাকলেও ৩০ নভেম্বরে আনুষ্ঠানিকভাবে এটি যাত্রা শুরু করে। এক বিবৃতিতে কোকা-কোলা ঘোষণা দিয়েছিল যে, ২ কোটি ডলার বিনিয়োগে গাজায় কোম্পানিটির প্রথম ফ্যাক্টরি চালুর মাধ্যমে প্রায় ১২০টি কর্মসংস্থান তৈরি হবে। এরপর এখানে কর্মসংস্থান ২৭০-এ উন্নীত করা হয়।


ফিলিস্তিনে কোকা-কোলার ফ্যাক্টরি খোলার পেছনে ভূমিকা রাখা ন্যাশনাল বেভারেজ কোম্পানির (এনবিসি) প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জাহি খৌরি তখন গাজায় কোকা-কোলার প্ল্যান্টের উদ্বোধনকে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক বলেও আখ্যা দেন।

কোকা-কোলার তৎকালীন সিইও মুহতার কেন্ট এক বিবৃতিতে বলেছিলেন, ‘বিশ্বব্যাপী সম্প্রদায়গুলোতে বিনিয়োগ এবং তাদের অগ্রগতিতে সমর্থন করার ব্যাপারে আমাদের চলমান প্রতিশ্রুতির ইঙ্গিত দেয় গাজায় কোকা-কোলার নতুন প্ল্যান্ট।’

পশ্চিম তীরে এর আগেই এনবিসির আরও তিনটি বোতলজাতকরণের ফ্যাক্টরি ছিল।


কোকা–কোলার অফিশিয়াল ওয়েবসাইটেও গাজায় কোকা–কোলার ফ্যাক্টরি পরিচালনার বিষয়টির উল্লেখ রয়েছে। ওয়েবসাইটে বলা হয়েছে, এনবিসি একটি স্বাধীন কোম্পানি। তবে কোকা–কোলার সঙ্গে চুক্তিবদ্ধভাবে এটি পরিচালিত হয়। ১৯৯৮ সাল থেকে এনবিসির সঙ্গে যৌথভাবে কোকা–কোলা গাজায় স্কুল পরিচালনা, রোজায় ইফতার বিতরণ থেকে শুরু করে নানা ধরনের সমাজসেবামূলক কাজ করে বলেও ওয়েবসাইটে দাবি করা হয়েছে।

গত ৭ অক্টোবর থেকে গাজায় চলছে ইসরায়েলি গণহত্যা। এ পর্যন্ত ইসরায়েলি হত্যাযজ্ঞে নিহত হয়েছেন ৩৭ হাজারের বেশি ফিলিস্তিনি। গত নভেম্বরে ইসরায়েলের প্রতি কথিত সমর্থনের জন্য কোকা-কোলা বয়কটের ঘোষণা দেয় তুরস্কের পার্লামেন্ট।

বাংলাদেশেও কোকা-কোলার বিক্রি ২৩ শতাংশ কমে যায়। অন্যদিকে, আকিজ ফুড অ্যান্ড বেভারেজ কোমল পানীয় মোজো কোলা থেকে একটি নির্দিষ্ট অংশ ফিলিস্তিনের তহবিলে দান করার প্রতিশ্রুতি দেওয়ার পর মোজোর বিক্রি ১৪০ শতাংশ বেড়েছিল।

২০০৫ সালে চালু হওয়া ফিলিস্তিনপন্থী মানবাধিকার গোষ্ঠী দ্য বয়কট, ডাইভেস্টমেন্ট অ্যান্ড স্যাংকশনস মুভমেন্ট (বিডিএস) ইসরায়েলের দখলকৃত পশ্চিম তীরের আতারোতে অবৈধ বসতিতে ফ্যাক্টরি চালু করায় কোকা-কোলার সমালোচনা করেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status