ভিজিএফ' র চাউল না পাওয়ার ক্ষোভে বউকে তালাক
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
|
![]() ভিজিএফ' র চাউল না পাওয়ার ক্ষোভে বউকে তালাক এলাকাবাসী সূত্রে জানা যায়, গত বুধবার সকালে ভিজিএফ'র চাউলের স্লিপ বিতরণের জন্য সদর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মেম্বার একরামুল হক এলাকায় আসেন। তিনি এলাকার দুস্থ গরিব মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে নিজ হাতে চাউলের স্লিপ বিতরণ করেন এবং ইউনিয়ন পরিষদ থেকে চাউল সংগ্রহের জন্য বলে যান। ওই এলাকার নেহালম মিয়ার ছেলে আনছারুল হক (৩০) এসময় বাড়িতে না থাকায় মেম্বারের সাথে তার দেখা হয়নি। বাড়ি ফিরে আনছারুল হক জানতে পারেন মেম্বার তার বাড়িতে চাউলের স্লিপ দেয়নি। স্লিপ না পেয়ে বউয়ের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে রাগে ক্ষোভে তার স্ত্রীকে তালাক দেন তিনি। ভুক্তভোগী ওই নারী জানান, আমার স্বামী দিনমজুরের কাজ করে। সকালে কাজের জন্য বাড়ি থেকে বের হয়ে যায়। কিন্তু কাজ না পেয়ে দুপুরের দিকে বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে আমার কাছে জানতে চায় মেম্বার চাউলের স্লিপ দিয়েছে কিনা। চাউলের স্লিপ দেয়নি বলার সাথে সাথে সে আমার উপর চড়াও হয়। আমার চুলের মুঠি ধরে মারধর করতে থাকে এবং একপর্যায়ে আমাকে তালাক দেয়। আনছারুল হকের চাউলের স্লিপ না পাওয়ার ব্যাপারে মেম্বার একরামুল হকের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি ওই এলাকায় ঘুরে ঘুরে সবাইকে চাউলের স্লিপ দিয়েছিলাম। স্লিপ বিতরণের একপর্যায়ে আমি যখন আনছারুলের বাড়িতে যাই তখন আমার কাছে আর চাউলের স্লিপ ছিল না। আমি আনছারুলের বউকে বিকেলে স্লিপ পৌঁছে দেওয়ার কথা বলে সেখান থেকে চলে আসি। বিকেলে চাউলের স্লিপ নিয়ে গিয়ে শুনতে পারি আনছারুল তার বউকে তালাক দিয়েছে। এ ব্যাপারে জানতে চাইলে ফুলবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হারুন অর রশিদ বলেন, মাত্র ১০ কেজি চাউলের স্লিপ না পেয়ে বউকে তালাকের এ ঘটনাটি আমার কাছে অবিশ্বাস্য। কোন পরিবার যদি অভাবগ্রস্ত হয় সেক্ষেত্রে তাদের সহযোগিতার জন্য আমাদের যথেষ্ট সুযোগ রয়েছে। স্লিপ না পেয়ে কেউ তার বউকে তালাক দেবে কেন? ওই ব্যক্তি তার বউকে অন্য কোন কারণে তালাক দিয়েছে কিনা বা পারিবারিক কোন সমস্যা আছে কিনা সে বিষয়ে খোঁজ নেয়া হবে।
|
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |