ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২০ জানুয়ারি ২০২৫ ৫ মাঘ ১৪৩১
কুড়িগ্রামে কোটা সংস্কারের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের মানববন্ধন
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
প্রকাশ: Thursday, 13 June, 2024, 10:45 PM

কুড়িগ্রামে কোটা সংস্কারের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের মানববন্ধন

কুড়িগ্রামে কোটা সংস্কারের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের মানববন্ধন

কোটা পদ্ধতির সংস্কারের দাবিতে কুড়িগ্রাম কলেজ মোড়ে সকল স্তরের সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রতন অধিকারীর সঞ্চালনায় ও রাজ্য জ্যোতির সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন কুড়িগ্রাম সরকারি কলেজের শিক্ষার্থী সাদিকুর রহমান, সুজয় চন্দ্র রায়, কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী নাজমুস সাকিব শাহী, মজিদা আদর্শ ডিগ্রী কলেজের শিক্ষার্থী অনিরুদ্ধ প্রণয় প্রান্তিক ও তাজবীর আহম্মেদ মুগ্ধ, কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী নিলয় কুমার দাস, বিসিএস প্রত্যাশী আপেল মাহমুদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রযুক্তি ইউনিট-নিটারের শিক্ষার্থী রিদওয়ান পর্বসহ আরো অনেকে।
অনিরুদ্ধ প্রণয় প্রান্তিক বলেন, "কোটা পদ্ধতি কার্যকর হওয়া উচিত বৈষম্যে বিলোপের উদ্দেশ্যে কিন্তু কোটা পদ্ধতি কার্যকর করা হচ্ছে বৈষম্য বৃদ্ধির লক্ষ্যে। অবিলম্বে এই কোটা পদ্ধতির সংস্কার করতে হবে।"

রিদওয়ান পর্ব বলেন, " মুক্তিযুদ্ধের কোটা যদি দিতেই হয় তবে এই দেশের ৯০% মানুষ সেই কোটার দাবিদার। মুক্তিযুদ্ধে শহীদ ৩০ লক্ষ মানুষের পরিবার, ধর্ষণের স্বীকার ২লক্ষ নারীর পরিবার, ২ কোটি নির্বাসিত মানুষের পরিবারসহ মুক্তিযুদ্ধে নিপীড়ন- নির্যাতনের স্বীকার প্রতিটি মানুষের পরিবার সেই কোটার দাবিদার।"

সভাপতি রাজ্য জ্যোতি বলেন, " বাবার যোগ্যতায় ছেলেকে-নাতিকে চাকরি দেয়ার অর্থ যোগ্যদের পিছিয়ে দেয়া। অযোগ্য লোকেরা তাদের যোগ্যতার চেয়ে দামি চেয়ারে বসলে বাংলাদেশ যে পিছিয়ে পড়বে তাতে কোনো সন্দেহ নেই। সুতরাং, অবিলম্বে এই কোটা পদ্ধতির সংস্কার করতে হবে।"

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ। কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status