ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২০ জানুয়ারি ২০২৫ ৫ মাঘ ১৪৩১
কেমন আছেন সেই নোলক বাবু, কী করছেন এখন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 13 June, 2024, 10:01 PM

কেমন আছেন সেই নোলক বাবু, কী করছেন এখন

কেমন আছেন সেই নোলক বাবু, কী করছেন এখন

থেকেও যেন নেই নোলক বাবু। প্রতি মাসে নিয়মিত গান করেন। গানগুলো নিজের ইউটিউব চ্যানেলে প্রচারিত হয়। নিয়মিত থাকেন স্টেজ শোতে। তারপরও তাঁকে নিয়ে আগের মতো আলোচনা নেই। নোলক কেন দূরে? কী করছেন তিনি? এসব নানা প্রসঙ্গে নিজের জন্মদিনে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন গায়ক।



জন্মদিনটা সাদামাটাভাবেই কাটানোর পরিকল্পনা থাকে নোলকের। তবে পরিবারের পক্ষ থেকে আয়োজন থাকে। কেক কাটা হয়, কখনো বাইরে বের হওয়া হয়। জন্মদিন নিয়ে এই গায়ক বলেন, ‘জন্মদিনটাতে আবেগাপ্লুত হয়ে যাই। এখন অনেক মানুষ আমাকে স্মরণ করেন। অনেকে আমার প্রতি ভালোবাসা থেকে অনেক কিছু লেখেন। সেগুলো আমাকে বিমোহিত করে। অনেক ফেসবুক পোস্ট অতীতে নিয়ে যায়। যাঁরা আমাকে নিয়ে কিছু লেখেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা।’

দেড় যুগের মতো গানের ক্যারিয়ার নোলকের। যাত্রা শুরু করেন ‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্ল্যাটফর্ম দিয়ে। সেই আয়োজন দিয়ে তারকা হওয়ার পর বদলে গেছে তাঁর ভাগ্য। পেয়েছেন সংগীত অঙ্গনে খ্যাতি। তবে এখনো আগের মতোই পরিচিতি পাওয়ার আগের জন্মদিন মিস করেন।

নোলক বলেন, ‘আগে গ্রামে জন্মদিনে মায়ের কাছে বায়না থাকত। হয়তো সাধ্যের মধ্যে খাবার বা কোনো কিছু কিনে দিতেন। বন্ধুদের সঙ্গে ঘোরাঘুরি করা হতো। অন্য রকম উপহার পেতাম। পরে গান গেয়ে পরিচিতি বাড়ার সঙ্গে সঙ্গে অন্য রকম হয়ে গেল জন্মদিনটা। কিন্তু আগের জন্মদিনটাই আমার কাছে সেরা। আর এখনো অনেক ভক্ত স্মরণ করে ফেসবুকে পোস্ট করেন। এটাও অন্য রকম ভালোবাসা।’


নোলক জানান যে তিনি নিয়মিত গান করছেন। তবে কেউ কেউ এটাও বলেন, নোলক এখন কোথায়? এ প্রসঙ্গে তিনি জানান, ২০১২ সালে দেশের সংগীত অঙ্গন থেকে দূরে ছিলেন। বিরতি নিয়েছিলেন। সময়টা দেশের বাইরে ছিলেন। সে সময়ই তাঁকে শুনতে হয়েছে, নোলক এখন কোথায়? পরে দেশে এসে নিয়মিত গান করেছেন। গান নিয়েই তাঁর ব্যস্ততা। এই গায়ক বলেন, ‘আমি গানের মানুষ। গান নিয়েই থাকি। অন্য কোনো কিছুর মধ্যে আমি নাই। প্রতি মাসে আমি গান করি। আমার দর্শকেরা নিয়মিত নোলক বাবু অফিশিয়াল চ্যানেলে গান পাচ্ছে। এটা হতে পারে, এখন আমি শুধু আমার চ্যানেলেই গান দিচ্ছি। যে কারণে অন্যদের সঙ্গে কম কাজ করা হচ্ছে।’

বিরতি প্রসঙ্গে তিনি এর আগে প্রথম আলোকে বলেছিলেন, ‘ইংল্যান্ডে কনসার্ট করতে গিয়েছিলাম। সেখানে গিয়ে একজনের সঙ্গে পরিচয় হয়। তাঁর একাধিক গান সুর করার জন্য প্রায় এক বছর থাকতে হয়। এ সময় ৮০টির মতো কনসার্ট করেছিলাম। ২৫টির বেশি গানে সুর করেছিলাম। তখন আমি একদমই খবরে ছিলাম না। অনেকেই মনে করেছিলেন যে আমি গান ছেড়ে দিয়েছি। ২০১২ সালে আমার ক্যারিয়ারের অনেক বড় ক্ষতি হয়েছে। দেশের সংগীতাঙ্গন থেকে বিরতি নেওয়াটা উচিত হয়নি।’

গান গাওয়ার পাশাপাশি এখন গানের কম্পোজিশন, সুর থেকে শুরু করে সবই করছেন নোলক। তাঁর নিজস্ব স্টুডিও রয়েছে। গানের পাশাপাশি পরিবার নিয়েই থাকেন। তিনি বলেন, ‘গান নিয়ে কোনো ব্যস্ততা না থাকলে পরিবারের সঙ্গে সময় কাটে। আমার দুই ছেলে, এক মেয়ে। আমার ছেলে আদিয়াতকে গান শেখাই। সে গান গাইতে পছন্দ করে। মেয়েও বাবার সঙ্গে গান করতে চায়। তাদের আগ্রহ রয়েছে। তবে যে যা পছন্দ করে, সেটাই করবে। এটা তারাই সিদ্ধান্ত নেবে।’
গানে পরিচিতি পাওয়ার পর থেকে ঢাকায়ই ঈদ করেন নোলক। একবার শুধু ঈদ গ্রামে করেছিলেন। এবারও ঢাকায়ই পরিবার নিয়ে ঈদ করবেন। ঈদে কিছু গান আসার কথা রয়েছে। তিনি জানান, একক গানের পাশাপাশি সিনেমায়ও নিয়মিত গান করছেন।

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ। কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status