ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৭ এপ্রিল ২০২৫ ১৪ বৈশাখ ১৪৩২
ইতালিতে বৈঠক করবেন বাইডেন-জেলেনস্কি, কী নিয়ে আলোচনা?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 13 June, 2024, 1:13 PM

ইতালিতে বৈঠক করবেন বাইডেন-জেলেনস্কি, কী নিয়ে আলোচনা?

ইতালিতে বৈঠক করবেন বাইডেন-জেলেনস্কি, কী নিয়ে আলোচনা?

জি৭ শীর্ষ সম্মেলনে যোগ দিতে বুধবার রাতে ইতালিতে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এবারের জি৭ সম্মেলনে কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান এবং যুক্তরাজ্যের নেতৃবৃন্দ ছাড়াও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দিচ্ছেন।


ইতালিতে পৌঁছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সাথে একটি বৈঠক করার পরিকল্পনা রয়েছে জো বাইডেনের। যেখানে এই দুই নেতা ইউক্রেনের দ্বিপাক্ষিক নিরাপত্তা বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর করবেন। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। তিনি জানান, ‘তাদের ওপর আমাদের (মার্কিন) সমর্থন ভবিষ্যতে দীর্ঘস্থায়ী হবে তা স্পষ্ট করবে এই বৈঠক।’

এবারের জি৭ শীর্ষ সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তা, জলবায়ু পরিবর্তন চ্যালেঞ্জ ছাড়াও ইউক্রেন এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিরসন প্রাধান্য পাবে বলে আশা করা হচ্ছে।

জি৭ শীর্ষ সম্মেলনে যোগ দিয়ে ইউক্রেনের প্রতি শক্তিশালী সমর্থন দেবে যুক্তরাষ্ট্র। এমনটি জানিয়ে জ্যাক সুলিভান আরও বলেন, ‘এখানে আমাদের লক্ষ্য পরিষ্কার। আমরা দেখাতে চাই মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনের জনগণকে সমর্থন করে। আমরা তাদের পাশে দাঁড়িয়েছি, এবং আমরা তাদের নিরাপত্তার প্রয়োজনগুলিকে শুধু আগামীকাল নয়, ভবিষ্যতেও সাহায্য করব।’

ইউক্রেনের সঙ্গে যুক্তরাষ্ট্রের এই চুক্তিতে যাওয়া রাশিয়ার জন্য একটি সংকেত বলেও জানান সুলিভান। তিনি বলেন, ‘এই চুক্তি স্বাক্ষর করার মাধ্যমে আমরা রাশিয়াকে আমাদের সংকল্পের সংকেতও পাঠাব। ভ্লাদিমির পুতিন যদি মনে করেন যে তিনি ইউক্রেনকে সমর্থনকারী জোটকে ছাড়িয়ে যেতে পারেন তবে তার ধারণা ভুল। এই চুক্তি আমাদের সংকল্প এবং অব্যাহত প্রতিশ্রুতি দেখাবে।’

জি৭ শীর্ষ সম্মেলন নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়ে সুলিভান বলেন, ‘আমরা ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আমাদের ভাগ করা পদ্ধতির উপর গত বছর যে অগ্রগতি অর্জন করেছি তার উপর ভিত্তি করে গড়ে তুলব। যার মধ্যে ইন্দো-প্যাসিফিক অঞ্চলকে মুক্ত, উন্মুক্ত, নিরাপদ, সমৃদ্ধ, স্থিতিস্থাপক এবং সংযুক্ত করা যায়।’

তিনি আরও বলেন, ‘আমরা রাশিয়ার প্রতিরক্ষা শিল্প বেসের জন্য পিআরসি সমর্থনকে সম্বোধন করব। আমরা চীনের অ-বাজার নীতিগুলির মোকাবিলা করব যা ক্ষতিকারক বৈশ্বিক স্পিলভারের দিকে নিয়ে যাচ্ছে। অর্থনৈতিক স্থিতিস্থাপকতা এবং নিরাপত্তার জন্য জি৭ এর বাইরে অংশীদারদের সাথে কাজ করব।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status