কাজিপুরে হাজী জহির তরফদার মাদ্রাসার উদ্যোগে হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত
নতুন সময় প্রতিনিধি
|
সিরাজগঞ্জের কাজিপুরে সর্ববৃহৎ হিফজুল কুরআন প্রতিযোগিতা -২০২৪ অনুষ্ঠিত হয়েছে। গত ১০জুন (সোমবার) উপজেলার নাটুয়ারপাড়া ইউনিয়নের হাজী জহির উদ্দীন তরফদার নূরানী প্রি-ক্যাডেট স্কুল এন্ড মাদ্রাসার আয়োজনে মাদ্রাসা প্রাঙ্গণে অনাড়ম্বর পরিবেশে এই হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।দুই পর্বে অনুষ্ঠিত হওয়া প্রতিযোগিতার বাছাইপর্ব ১০জুন এবং মূল পর্ব ও পুরষ্কার বিতরণ আসছে ২০ জুন অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় পার্শ্ববর্তী জামালপুর, টাঙ্গাইল, বগুড়াসহ সিরাজগঞ্জের ৭০টি মাদ্রাসার ২ শতাধিক কুরআনের হাফেজ অংশগ্রহণ করেছে। মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ্ব ফজলুল হক জুয়েল তরফদারের সূচনা বক্তব্যের মাধ্যমে কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠানের শুরু হয়,এতে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন অত্র মাদ্রাসার হেফজ বিভাগের প্রধান বান্দা সাআদ বিন আব্দুল মুমিন। হিফজুল কুরআন প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন বিশিষ্ঠ ইসলামি চিন্তাবীদ ও গবেষক মুফতি মিসবাহ্ খান,মুফতি মুজাম্মেল হক,হাফেজ ক্বারী এনামুল হক,হাফেজ ক্বারী জুবায়ের ও হাফেজ ক্বারী আল আমিন। বৃহৎ পরিসরে অনুষ্ঠিত হওয়া এ কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছে বিভিন্ন মাদ্রাসা হতে আসা প্রতিযোগি ও সংশ্লিষ্ট আলেম ওলামা।। হিফজুল কুরআন প্রতিযোগিতার আয়োজন কারী হাজী জহির উদ্দীন তরফদার নূরানী প্রি-ক্যাডেট স্কুল এন্ড মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ্ব ফজলুল হক জুয়েল তরফদার বলেন," গ্রামের মাদ্রাসা গুলো হতে মেধাবীদের খুজে বের করা এবং তাদের অনুপ্রাণিত করার লক্ষ্যে এই কুরআন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। উল্লেখ্য, সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার মধ্যে সর্ববৃহৎ এ কুরআন প্রতিযোগিতার আয়োজনে সার্বিক ভাবে সহযোগিতা করেছে রাবেয়া ফাউন্ডেশন ও ভয়েস অব কাজিপুর নামের স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। |
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |